জগমোহন ডালমিয়ার শ্রীনিবাসন বিরোধী মিশনে যোগ দিলেন একসময় ভারতীয় ক্রিকেট রাজনীতির বাদশা বলে পরিচিত ইন্দরজিৎ সিংহ বিন্দ্রা। আইপিএলের উদ্বোধনী খেলায় ইডেনের হসপিটালিটি বক্সে বলিউড বাদশা শাহরুখের পাশের বক্সে দেখা গেছে তাকে।
ডালমিয়া-ঘনিষ্ঠ এই সিএবি কর্তা ২০০৪ সালের নভেম্বরে শেষ ইডেনে খেলা দেখেছেন। এগারো বছর পর আবার বিন্দ্রা উপস্থিত হলেন ইডেনে। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট প্রশাসনে যিনি একসময় ডালমিয়ার প্রিয় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু দুইই ছিলেন, তিনি ফের তার 'জগ্গু'-র ডাকে ইডেনে।
হসপিটালিটি এনক্লোজারে বি-৫ বক্সে বসে বিন্দ্রা বললেন, 'জগ্গু নিজে ফোন করে ডেকেছে, আমি আসব না! অনেক দিন পর ইডেনে এসে বেশ ভালো লাগছে। ইডেনের খোলনলচে তো পুরো বদলে গিয়েছে দেখছি।'
প্রসঙ্গক্রমে আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে কাঙ্ক্ষিত সেই কথাটি বলেই ফেলেন বিন্দ্রা। বললেন, 'ক্রিকেটের মঙ্গলের দিকে আমি। সব সময়। যে লোকটা (শ্রীনিবাসন) ঘাড়ধাক্কা খেয়ে চেয়ার ছাড়তে বাধ্য হয়েছে, ভারতীয় ক্রিকেটের পক্ষে তার চেয়ে খারাপ কেউ তো আর হতে পারে না। জগমোহন ডালমিয়া সেই জায়গায় অনেক পরিচ্ছন্ন লোক। সে জন্যই ওর ডাকে চলে এসেছি।'
ডালমিয়ার আইনি মহলে ঘনিষ্ঠ ও বোর্ডে আইনি উপদেষ্টা হিসেবে ফিরে আসা ঊষানাথ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি তো দুজনের বন্ধুত্বের সোনার সময় দেখেছি। সেটা ভারতীয় ক্রিকেটেরও স্বর্ণযুগ ছিল। আমি নিশ্চিত, দুজন ফের হাত মেলালে ক্রিকেট রাজনীতিটা পরিচ্ছন্ন হবে।'
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৫/ এস আহমেদ