দারুন জয় দিয়ে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বিকেলে দিনের প্রথম খেলায় চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জসিম উদ্দিন জোসির শিষ্যরা।
লিগ নিয়ে শুরু থেকেই সতর্ক বক্তব্য দিয়ে আসছে মোহামেডানের কর্মকর্তারা। শিরোপার জন্য খেললেও এ নিয়ে অতি আশাবাদী নয় তারা। কারণ দল গঠনে বড় কোনো চমক দেখাতে পারেনি ক্লাবটি। কিন্তু মাঠের লড়াইয়ে শুরুতেই যেন চমকে দিয়েছে মোহামেডান। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই তুলে নিয়েছে বিশাল জয়।
খেলায় প্রথম গোলের জন্য মোহামেডানকে অপেক্ষা করতে হয়েছে ৫৯ মিনিট। বাকি সময়টুকুতে তারা আরও ৪ বার বল জড়িয়েছে প্রতিপক্ষের জালে। মোহামেডানের হয়ে হেডের সাহায্যে প্রথম গোলটি করেছেন গায়েনার ফরওয়ার্ড ইসমাঈল বাঙ্গুরা (১-০)। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন তৌহিদুল আলম সবুজ। মোবারক হোসেনের পাসে বল পেয়ে লম্বা শটে অনেকটা দূর থেকে চট্টগ্রাম আবাহনীর জাল ভেদ করেছেন সবুজ (২-০)। খেলার ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেছেন জনি (৩-০)। এরপর আবারও ইসমাইল বাঙ্গুরার গোল। খেলার ৮৫ মিনিটে জনির শট ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে চট্টগ্রাম আবাহনীর এরশাদ। তবে এরপরই বল নিয়ন্ত্রণে নিয়েছেন ইসমাইল বাঙ্গুরা। লো শটে প্রতিপক্ষের জাল ভেদ করেন তিনি (৪-০)। যোগ করা সময়ে আরও এক গোল করে মোহামেডান। বাঙ্গুরার স্কয়ার পাসে বল পেয়েছেন অধিনায়ক অরূপ বৈদ্য। সেই বল চট্টগ্রাম আবাহনীর জালে জড়িয়ে জয়ের ব্যবধান আরও একধাপ বাড়িয়ে দিয়েছেন তিনি।
ফলে মান্যবর প্রিমিয়ার লিগে এক ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে মোহামেডান।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৫/ এস আহমেদ