মোহামেডান বাংলাদেশ ফুটবলের পরিচিত এক নাম। ঢাকা ফুটবলের বহু শিরোপা জিতেছে দলটি। শিরোপা জিতেছে দেশের বাইরেও। অথচ বাংলাদেশ পেশাদার লিগের শিরোপা এখনও অধরাই রয়ে গেছে মতিঝিল পাড়ার দলটির কাছে। সাত আসরে সর্বোচ্চ প্রাপ্তি রানার্স আপ। এবার সেই আক্ষেপ ঘুঁচাতে চায় সাদা-কালো শিবির। শিরোপা জেতার টার্গেটেই দল গড়েছে। দলটি যে শিরোপা জিততে মড়িয়া ও ক্ষুধার্ত, তার প্রমান দিল প্রথম ম্যাচেই। মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাল শিরোপা প্রত্যাশী দলটি ৫-০ গোলে গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
পেশাদার লিগের কাল ছিল তৃতীয় দিন। প্রথম দিন বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল বড় জয় পেলেও দ্বিতীয় দিন হোঁচট খায় আবাহনী। চারবারের চ্যাম্পিয়নদের আটকে দেয় পুরনো ঢাকার দল রহমতগঞ্জ। কাল তাই দুরু দুরু বুকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থি হয়েছিল দলটি। কিন্তু জয়ের জন্য ক্ষুধার্ত ফুটবলাররা দাড়াতেই দেননি প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীকে। গুনে গুনে পাঁচ গোল দেয় বন্দরনগরীর দলটিকে। বড় ব্যবধানে জিতলেও মজার বিষয় হচ্ছে, প্রথমার্ধে একটি কোনো গোলও হয়নি। ৫৯ মিনিট পর্যন্ত মোহামেডানকে আটকে রেখেছিল চট্টগ্রাম আবাহনী। ৫৯ মিনিটে রক্ষনব্যুহ ভেঙ্গে গোল করে সাদা-কালো শিবির। গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা এগিয়ে নেন। মোবারক হোসেনের বাড়ানো বল ধরে বাঙ্গুরা চমৎকার হেডে গোল করেন(১-০)। কাঙ্খিত গোল পেয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠে মোহামেডান। মতিঝিল পাড়ার দলটির আক্রমন ঠেঁকাতে পারেনি দলটি। পাঁচ গোল হজম করে গুনে গুনে। ৬৬ মিনিটে গোলসংখ্যা দ্বিগুন করেন তৌহিদুল আলম সবুজ(২-০)। ৬৯ মিনিটে গোলসংখ্যা তিনে উন্নীত করেন মাসুক মিয়া(৩-০)। ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে সাদা-কালো শিবির দুমরে মুচরে দেয় সফরকারীদের।
তিন গোলে এগিয়ে যাওয়ার পর হালকা মেজাজে খেলতে থাকে মোহামেডান। তারপরও আক্রমনের ধার কম ছিল না। কম ছিল না বলেই আরও দুই গোল করে শেষ পাঁচ মিনিটে। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন বাঙ্গুরা। মোহাম্মদ ইব্রাহিমের মাইনাসে বল ধরে গোল ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন বাঙ্গুরা (৪-০)। ইনজ্যুরি সময়ে আরও এক গোল করে মোহামেডান। এবার গোল করেন রক্ষনভাগের অরুপ বৈদ্য(৫-০)। বড় জয়ে পয়েন্ট আত্দবিশ্বাস সিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।
ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসির ম্যাচে হারেনি কোনো দল। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচটি। সত্তর ও আশির দশকের দুই প্রধান ব্রাদার্স ও বিজেএমসি এখন হালে পানি পাচ্ছে না ঘরোয়া ফুটবলে। গোপীবাগের দল ব্রাদার্স নিয়মিত খেললেও হারিয়ে গিয়েছিল বিজেএমসি। তবে গত কয়েক বছর ধরেই নিয়মিত খেলছে দলটি। খেললেও দুই দলের কেউই এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি।