বিশ্বরেকর্ড দিয়ে জাতীয় দলে অভিষেক আবুল হাসান রাজুর। ২০১২ সালের নভেম্বরে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ১০ নম্বরে ব্যাট করে সেঞ্চুরি করেছিলেন। ক্যারিশম্যাটিক অভিষেক! তারপরও জাতীয় দলে অনিয়মিত। খারাপ পারফরম্যান্সের জন্য নয়, নিয়মিত হতে পারেননি ইনজুরির কারণে। ইনজুরিতে পরে খেলা হয়নি বিশ্বকাপও। তবে সুযোগ পেয়েছেন পাকিস্তান সিরিজে। উচ্ছ্বসিত আবুল হাসান কাল মিরপুর স্টেডিয়ামে প্রত্যাবর্তন ও পাকিস্তান সিরিজ নিয়ে কথা বললেন-
পাকিস্তান সিরিজে দলে ফিরে কেমন লাগছে?
পকিস্তান সিরিজে সুযোগ পাব এমন প্রত্যাশা ছিল না। আল্লাহ'র কাছে অনেক শুকরিয়া, আমি আবার দলে সুযোগ পেয়েছি। বিসিএলটা আমার জন্য গুরুত্বপূর্ণ। বিসিএলে মোটামুটি ভালো পারফরম্যান্স করছি। হয়তো এ কারণে নির্বাচকরা আমার ওপর আস্থা রেখেছেন। চেষ্টা করব তাদের আস্থার প্রতিদান দেওয়ার।
শুধু বোলিং নয়, ব্যাটিংটাও ভালো করছেন। ব্যাটিং নিয়ে বিশেষ কোনো কাজ করছেন?
চেষ্টা সব সময় করি। যদি ব্যাটিংয়ের সুযোগ পাই তাহলে ওই ধরনের ইনিংস খেলার চেষ্টা করব। সাধারণত ২-৩ ওভার থাকতে আমাকে নামতে হয়। তখন গিয়েই মারা সম্ভব হয়ে উঠে না। তারপরও টিম ম্যানেজমেন্ট আমাকে যেখানে খেলাবে, আমি সেখানেই খেলব। ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করছি। চেষ্টা করব পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং দিয়ে নিজেকে আলাদাভাবে চেনাতে।
ধারাবাহিক নন বলে কী আত্দবিশ্বাস কমে যায়?
না ! এটা প্রভাব বিস্তার করে না আমার খেলায়। বাস্তবতা তো মানতে হবে। আমি ক্রিকেট খেলোয়াড়। সব সময় আমার ফর্ম থাকবে না, এটাই সত্য। তাই ধারাবাহিক না খেলার বিষয়টি আমাকে খুব বেশি প্রভাবিত করেনি কখনো।
ইনজুরি কি ক্যারিয়ারে বড় শত্রু?
মাশরাফি ভাইয়ের পর সবচেয়ে বেশিবার ইনজুরিতে পড়েছি আমি। যে কারণে একটু পেছনে পড়ে আছি। ইনজুরির জন্য বিশ্বকাপটা মিস করেছি। এটা মেনে নিতে হবে। খেলোয়াড়দের জীবনে ইনজুরি আসবেই। যতটুকু পারি চেষ্টা করি নিজেকে ফিট রাখার; ইনজুরি মুক্ত রাখার।
বিশ্বকাপে ভালো খেলায় অনেকেই মনে করছেন এবার বাংলাদেশ ফেবারিট...
অবশ্যই। আমি মনে করি এই পাকিস্তানের চেয়ে আমরা ফেবারিট হয়েই মাঠে নামব। বিশ্বকাপে ভালো খেলার পর সবার মধ্যে আত্দবিশ্বাস কাজ করছে ভালো খেলার ব্যাপারে। জয়টা মূল বিষয় নয়; আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। আর এটা খেলতে পারলে জয় সহজেই আসবে।
মাশরাফির নেতৃত্বে পেসাররা ভালো করছেন...
অবশ্যই। মাশরাফি ভাইয়ের সঙ্গে খেলা সবসময়ই ভিন্ন কিছু। তিনি খেলোয়াড় হিসেবে খুব ভালো মোটিভেট করতে পারেন। এটাই দলকে সাফল্য পেতে সাহায্য করে। আমি তার নেতৃত্বে খেলতে উদগ্রীব হয়ে আছি।