স্প্যানিশ লা লিগায় রোনালদো এসেছিলেন ২০০৯ সালে। এরপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। সান্তিয়াগো বার্নাব্যুতে অনেক কিছুই পেয়েছেন তিনি। অনেক নতুন বন্ধু জুটেছে। যারা তার ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার বেদনা ভুলিয়ে দিয়েছিল। তবে একজন সফল ফুটবলার হিসেবে তার ম্যানইউতে যে উত্থান হয়েছিল রিয়াল মাদ্রিদে এসে তা পূর্ণতা পেল।
ম্যানইউতে এ পর্তুগিজ তারকা দীর্ঘ ৬ বছরে ২৯২ ম্যাচে করেছিলেন ১১৮ গোল। রিয়াল মাদ্রিদে এসে ম্যাচের সংখ্যাটা কাছাকাছি থাকলেও গোলের সংখ্যা ৬ বছর পূর্ণ হওয়ার আগেই প্রায় তিনগুণে দাঁড়াল! ২৮৮ ম্যাচে ৩০০ গোল! রোনালদোর এই যে পরিবর্তন তা ভক্তদের চমকে দেওয়ার মতোই। বুধবার গভীর রাতে রেয়ো ভলকানোর মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর তার ৩০০ নম্বর গোল করলেন রিয়ালের জার্সিতে। রোনালদো এবং রদ্রিগেজের গোলে রিয়াল মাদ্রিদ ২-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে। রিয়াল মাদ্রিদের ইতিহাসে রোনালদো বেশ কয়েকদিন আগেই গোলদাতার তালিকায় তিন নম্বরে উঠেছিলেন কার্লোস সান্তিয়ানাকে পিছনে ফেলে। এবার সামনে কেবল স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেস (৩২৩) এবং আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো (৩০৮)। কে জানে, হয়ত এ মৌসুমেই রোনালদো হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা!
এদিকে বুধবার ন্যু ক্যাম্পে মেসি-সুয়ারেজদের ম্যাজিক্যাল ফুটবল গুঁড়িয়ে দিয়েছে আলমেরিয়াকে। ৪-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। সুয়ারেজ দুটি গোল করেছেন। গোল করেছেন মেসি এবং বারট্রাও। দুর্দান্ত এ জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আরও মজবুত করে বসল বার্সেলোনা। ৩০ ম্যাচে কাতালানদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৭০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে।