বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস এপ্রিলে অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল বেশ কয়েক মাস আগেই। এরপর পিছিয়ে মে মাসের কথা বলেছিল তারা। তবে শেষ পর্যন্ত আসরটি স্থগিত হতে পারে বলে জানিয়েছে বিওএ'র একটি দায়িত্বশীল সূত্র। বিওএ'র সব আয়োজন ঠিক থাকলেও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের মৃত্যুর ফলে এ মুহূর্তে তারা আসতে চাচ্ছে না। প্রতি দুই বছর পর পর ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস অনুষ্ঠানের কথা থাকলেও ২০১০ সালে কলকাতায় এ গেমস অনুষ্ঠিত হওয়ার পর আর মাঠে গড়ায়নি। বিওএ'র উপমহাসচিব ও ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আশিকুর রহমান মিকু বলেন, 'আমরা সবদিক দিয়েই প্রস্তুত ছিলাম। কিন্তু বেঙ্গল অলিম্পিকের একটি চিঠিই আমাদের সব আয়োজন ভণ্ডুল করে দিয়েছে।
এখন পরবর্তী করণীয় নিয়ে আগামীকাল (আজ) আমরা জরুরি সভায় বসব। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।'