বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এখনো চায়ের টেবিলে জম্পেস আড্ডা বসে। আড্ডায় এখনো ঝড় উঠে। মুণ্ডুপাত হয় দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের। ১৬ কোটি ক্রিকেটপ্রেমী বাঙালি এখনো মনে-প্রাণে বিশ্বাস করেন সেমিফাইনাল খেলতে পারত বাংলাদেশ। যদি না মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে দুই আম্পায়ার পক্ষপাতমূলক আচরণ করতেন! আম্পায়ারদ্বয়ের বৈষম্যের শিকার হয়ে কোয়ার্টার ফাইনাল খেলেই দেশে ফিরেন মাশরাফিরা। কোয়ার্টারের গণ্ডি পেরুতে না পারলেও ক্রিকেটপ্রেমীদের মনে ঠাঁই নিয়েছেন মাশরাফিরা। টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে উদ্ভাসিত পুরো জাতি। ক্রিকেটারদের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ও কাল দুটি সংবর্ধনা দিচ্ছে ক্রিকেটারদের। আজ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এবং কাল মানিক মিয়া এভিনিউয়ে গণ সংবর্ধনা দিচ্ছে বিসিবি। আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় দুটি অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারছেন না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।