এইতো মাত্র দুদিন আগে ট্রাফিক আইন অমান্য করে মোটরবাইক চালাতে গিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। এবারও মোটরবাইক নিয়ে খবরের শিরোনাম ধোনি। তবে প্রসঙ্গ আলাদা।
ভারতের সর্বোচ্চগতির মোটরবাইক কিনেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কাওয়াসাকি নিনজা এইচ২ মডেলের বাইকটি জাপান থেকে আনিয়েছেন ধোনি। দাম ২৯ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা।
বাইকটির বিশ্বেষত্ব হচ্ছে, মাত্র ২.৫ সেকেন্ডের মধ্যে ঘণ্টায় একশ কিলোমিটার গতিতে ছুটতে পারবে নিনজা এইচ২!
ইনস্টাগ্রামে বাইকটির ছবি দিয়ে ধোনি জানান, `অবশেষে অপেক্ষার পালা শেষ। তবে রাস্তায় নামাতে এটাকে আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে।’
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব