লিভারপুল ছেড়ে গত বছর ৮১ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন লুইস সুয়ারেজ। তবে আরেক স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও তাকে নিজেদের দলে ভিড়াতে ব্যাপক আগ্রহী ছিল বলে জানিয়েছেন উরুগুয়ের এ তারকা স্ট্রাইকার। স্পেনিশ এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান সুয়ারেজ।
সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, 'বার্সেলোনার হয়ে খেলাটাই আমার স্বপ্ন ছিল। তারা যখন আমার ব্যাপারে আগ্রহ দেখায় তখন আর দ্বিধা করিনি। এক বাক্যে হ্যাঁ বলে দিই। এটি বিশ্বের সেরা ক্লাবের মধ্যে অন্যতম।' তিনি আরো বলেন, 'ন্যূ ক্যাম্পে যোগ দেওয়ার আগে আমাকে দলে ভেড়াতে রিয়াল খুবই আগ্রহী ছিল। তাদের সঙ্গে আমার আলোচনাও হয়েছিল। তবে আমার আগ্রহ ছিল শুধুই বার্সার প্রতি। এ কারণে রিয়ালের প্রস্তাবে সাড়া দেইনি।'।
লিওনেল মেসি ও নেইমারের পাশে খেললে গোল স্কোরিংয়ের সুযোগ কমে যায় কিনা এমন এক প্রশ্নেও করা হয়েছিল সুয়ারেজকে। এমন প্রশ্নে তিনি বলেন, 'মোটেই না। মেসি ও নেইমারের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য সম্মানের। তারা সব কিছুই সহজ করে দেয়।'
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল ২০১৫/শরীফ