সমস্যা ছাড়া আইপিএল যেন ভাবাই যায় না। আর যেখানেই সমস্যা সেখানেই যেন মাথা গুজে দেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ঠিক তা নয়, এই দলটির পেছনেই যেন তাড়া করে ফেরে ঝক্কি-ঝামেলা। গতবার আইপিএল- এ কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউডের টোল সুন্দরী প্রীতি জিনতা প্যাভিলিয়নে দর্শকের সামনে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন তার প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে। অন্যদিকে ইলেভেন পাঞ্জাব ও কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালে ব্যাটসম্যান শাউন মার্শের আউট হওয়া নিয়ে আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এ অভিনেত্রী। এ নিয়ে ভালোই ঝামেলা তৈরি হয়েছিল তখন। এবার সেই ইলেভেন পাঞ্জাবের সামনে নতুন সমস্যা কনডম।
জানা গেছে, জার্সি গায়ে মাঠে নামতে চাইছেন না কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটাররা। আজ ১০ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাব ফ্রাঞ্চাইজি সম্প্রতি একটি জনপ্রিয় কনডম সংস্থার সঙ্গে চুক্তি করেছে। ফলে, জার্সিতে ওই কনডমের বিজ্ঞাপন থাকছে। আর তাতেই বেঁকে বসেছেন ক্রিকেটাররা।
এক দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, দলের মালিক মোহিত বর্মণ জানিয়েছেন, দলের মুখ্য স্পন্সরের পাশাপাশি ওই কনডম সংস্থার বিজ্ঞাপনও জার্সির পিছনে থাকবে।
সূত্রের খবর, এতেই ঝামেলা। এই বিজ্ঞাপন লাগানো জার্সি গায়ে চাপাতে চাইছেন না দলের বেশ কিছু ক্রিকেটার। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক তরুণ ক্রিকেটার বলেন, 'আমি ভেবেই পাচ্ছি না কী বলব। আমার পরিবারের লোক থেকে শুরু করে বন্ধু— সকলেই টিভিতে খেলা দেখবে। তখন আমার নামের পাশেই থাকবে ওই কনডম সংস্থার নাম। এটা ভাবতে পারছি না।'
তরুণ ক্রিকেটারের আশঙ্কা, এর ফলে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করবে। এ বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়েছেন, ম্যাচ চলাকালীন কনডমের বিজ্ঞাপন সম্প্রচার হয়। কিন্তু, আইপিএলের নিয়মে এমন কোনও নিষেধাজ্ঞা নেই যেখানে বলা হয়েছে, কোনও ফ্রাঞ্চাইজি এই ধরণের সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে না।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ