প্রিমিয়ার ডিভিশন প্রমীলা ক্রিকেট লিগে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ৮৬ বলে অপরাজিত ১৫০ রান করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সালমা খাতুন।। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে যা রেকর্ড রানের ইনিংস। তার এই রানের ওপর ভর করেই ওরিয়েন্টের বিপক্ষে ৩১৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। সালমার পাশাপাশি ম্যাচে মোহামেডানের ইতি মন্ডল করেছেন অপরাজিত ১২৪ রান।
শুক্রবার ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬৬ রানে ২ উইকেট হারায় মোহামেডান। তবে দলকে বিপদে পড়তে দেননি মেয়েদের জাতীয় দলের অধিনায়ক সালমা। ৪০ ওভারের ম্যাচে ২ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলে মোহামেডান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভার ১ বলে ৯ উইকেট হারিয়ে ৩৩ রান করে ওরিয়েন্ট। সাবরিনা সুলতানা ব্যাট করতে না নামায় এখানেই শেষ হয় তাদের ইনিংস। ফলে ম্যাচটিতে ৩১৬ রানে জয় পায় মোহামেডান।
মোহামেডানের পক্ষে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রুমানা আহমেদ।
শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন প্রমিলা ক্রিকেট লিগ ২০১৪-১৫তে মোহামেডান ও আবাহনীসহ অংশ নিয়েছে ১২টি দল। এবারই প্রথম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছে। প্রমিলা ক্লাব ক্রিকেটের আগের ৬টি আসর ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
উল্লেখ্, `এ’ গ্রুপে প্রতিযোগিতার সফলতম দল মোহামেডানের সঙ্গে রয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব এবং আনসার ও ভিডিপি।
‘বি’ গ্রুপে আবাহনীর ৫ সঙ্গী হলো এভি স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ, গুলশান ইয়ুথ ক্লাব, বিকেএসপি ও রায়ের বাজার অ্যাথলেটিক।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ৩৪৯/২, ৪০ ওভার(সালমা খাতুন ১৫০*, ইতি মন্ডল ১২৪*; সাবরিনা সুলতানা ১/৪১, জেরিন তাসমিন ১/৪৩)
ওরিয়েন্ট : ৩৩/৯, ২০.১ ওভার (দিলারা আক্তার দোলা ৫; রুমানা আহমেদ ৩/৪, তাহিন তাহেরা ২/৯)
ম্যাচ সেরা : সালমা খাতুন (মোহামেডান)
ফল : মোহামেডান ৩১৬ রানে জয়ী
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৫/ এস আহমেদ