যুব বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি। আগামী বছর আসর বসবে বাংলাদেশে। ওই আসরে অংশ নেবে ১৬টি দল। গত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব১৯। বাংলাদেশে যুব বিশ্বকাপ বলেই এখানকার কন্ডিশনের সঙ্গে পরিচিত হতে সফরে এসেছে প্রোটিয়াস যুব দল। খেলবে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু সফরটা সুখকর হচ্ছে না দলটির। হেরেই চলেছে। প্রথম ওয়ানডেতে হেরেছিল ৫ উইকেটে। কাল হারল ১৪০ রানের বিশাল ব্যবধানে। এই জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব১৯।
প্রস্তুতি ম্যাচেই বোঝা গিয়েছিল স্পিনের বিপক্ষে বড্ড দুর্বল প্রোটিয়াস যুবারা। প্রথম ওয়ানডেতে তারপরও স্পিননির্ভর একাদশ সাজায়নি স্বাগতিক যুবারা। কিন্তু কাল খেলতে নামে মাত্র একজন পেসার নিয়ে। সেটা যে ভুল ছিল না, তার প্রমাণ সফরকারীদের ১১৯ রানে বেঁধে ফেলা। অবশ্য এর আগে প্রথমে ব্যাট করে পিনাক ঘোষ, নাজমুল হাসান শান্ত, জাকির হাসান, শফিউদ্দীন রীতিমতো শাসন করেছেন প্রোটিয়াস বোলারদের। নাজমুল ও জাকিরে জোড়া হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৫৯ রান করে স্বাগতিক যুবারা। নিয়মিত অধিনায়ক মেহেদী হাসানের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে ব্যাটিং ও বোলিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন নাজমুল। ব্যাটিংয়ে ওয়ানডাউনে খেলতে নেমে ১০৭ বলে ৭ চার ও এক ছক্কায় ৭৩ রান করেন। তার গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে জাকির ও শফিউদ্দীন চালান ব্যাটিং তাণ্ডব। দুজনে পঞ্চম উইকেট জুটিতে ৪৭ বলে যোগ করেন ৮০ রান! এর মধ্যে শফিউদ্দীন ছিলেন আক্রমণাত্দক মেজাজে। ৪১ রানের টর্নেডো ইনিংস খেলেন মাত্র ২৭ বলে। ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩ ছক্কায় ও এক চারে। জাকিরও ছিলেন আক্রমণাত্দক মেজাজে। ৮৩ বলে খেলেন ৮১ রানের ইনিংস। জাকিরকে নিয়ে অবশ্য অধিনায়ক নাজমুল ২১ ওভারে যোগ করেন ১০৭ রান।
টার্গেট ২৬০। সেই টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই লাইনচ্যুত হয়ে পড়ে সফরকারী যুবারা। সেই ধাক্কা আর সামলাতে পারেনি। স্বাগতিক স্পিনারদের সাঁড়াশি আক্রমণে ৬.৩ ওভার আগেই অলআউট হয়ে যায় ১১৯ রানে। নেহাদুজ্জমান নেন ২১ রানে ৩ উইকেট। ম্যাচসেরা নাজমুল মাত্র ২ ওভার স্পেলে ৩ রানে নেন ৩ উইকেট। সঞ্জিত সাহা ছাড়া সব বোলারই উইকেট পেয়েছেন কাল। সিরিজের তৃতীয় ম্যাচ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল।
সংক্ষিপ্ত স্কোর
ভেন্যু : মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
ফল : ১৪০ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব১৯
বাংলাদেশ অনূর্ধ্ব১৯ : ২৫৯/৪, ৫০ ওভার ( পিনাক ঘোষ ৩৩, নাজমুল হোসেন ৭৩, জাকির হাসান ৮১*, শফিউদ্দীন ৪১*। সিন আন্দ্রে ২/২৩)।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব১৯ : ১১৯/১০, ৪৩.৩ ওভার (কাইলি ভেরায়ায়েন ৪৭, বেঙ্গুমাসো ১৯, গালেম ২৬। নেহাদুজ্জামান ৩/২১, মোশাররফ হোসেন ২/২৩, সালেহ আহমেদ ২/২১, নাজমুল হোসেন ২/৩)।