অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ছিল বোলারদের জন্য পরীক্ষাগার। একে তো আইসিসি নতুন নিয়মে ফিল্ডিং রেস্ট্রিকশন, তার ওপর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেটগুলোও ছিল ব্যাটিং সহায়ক। এমন উইকেটেও কিছু কিছু বোলার ক্যারিশমা দেখিয়েছেন। দুর্দান্ত কিছু স্পেলের মাধ্যমে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন। এমন সেরা সেরা বোলিং ফিগার নিয়েই আইসিসি তাদের ওয়েবসাইটে বিশ্বকাপে 'সেরা দশ' বোলিং বাছাই করেছেন। তাদের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। রুবেল ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের জন্যই সেরা দশে জায়গা করে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে রুবেল বোলিং ফিগার ছিল, ৯.৩-৫৩-৪। রুবেল ছাড়াও সেরা দশ বোলিংয়ে জায়গা পেয়েছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (পাকিস্তানের বিপক্ষে, ৮-৩-৪১-১), টিম সাউদি (ইংল্যান্ডের বিপক্ষে, ৯-০-৩৩-৭), হামিদ হাসান (শ্রীলঙ্কার বিপক্ষে, ৯-০-৪৫-৩), শাপুর জারদান (স্কটল্যান্ডের বিপক্ষে, ১০-১-৩৮-৪), ট্রেন্ট বোল্ট (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১০-৩-২৭-৫), মিচেল স্টার্ক (নিউজিল্যান্ডের বিপক্ষে, ৯-০-২৮-৬), ইমরান তাহির (শ্রীলঙ্কার বিপক্ষে, ৮.২-০-২৬-৪), ওয়াহাব রিয়াজ (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৯-০-৫৪-২) এবং বিশ্বকাপ ফাইনালের সেই বোলিংয়ের জন্য জেমস ফকনার (৯-১-৩৬-৩)।
সেরা দশ বোলিংয়ের পাশাপাশি সেরা দল ব্যাটিং, ক্যাচ নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে আইসিসির ওয়েবসাইটে। সেখানে জায়গা পেয়েছে শেখর ধাওয়ানের বিতর্কিত ক্যাচটিও। মাহমুদুল্লাহর যে ক্যাচটি ধরতে গিয়ে বাউন্ডারী রশিতে পা দিয়েছিলেন ধাওয়ান।