সদ্য সমাপ্ত একাদশ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলের হয়ে সেনসেশন বিরাট কোহলির পারফরম্যান্স অনেকটাই বাজে ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ মার্চের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কোনো রানই আসেনি কোহলির ব্যাট থেকে। গত কয়েক বছর ধরে যে কিনা ধারাবাহিক ভালো ব্যাটিং করছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে তার কাছ থেকে এমন অসহায় পারফরম্যান্সে নাখোশ ছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কোহলির বাজে পারফরম্যান্সের জন্য ভক্তরা সরাসরি দোষারোপ করেন প্রেমিকা অভিনেত্রী আনুশকা শর্মাকে। বিশেষ করে সেমিফাইনালে কোহলির শূন্য রানে আউট হওয়ার জন্য পুরোপুরি আনুশকাকেই দোষ দেন তারা। এ নিয়ে তারা টুইটারসহ সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমগুলোতে যা ইচ্ছা তাই মন্তব্য করেছিলেন। ভারতীয় ক্রিকেট ভক্তদের এমন ব্যবহারে এতদিন মুখ বন্ধ করে ছিলেন কোহলি। অবশেষে মুখ খুলেছেন। একটি ম্যাচে খারাপ পারফরম্যান্সের জন্য ভারতীয়দের এমন আচরণে মারাত্মক কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন। তার ব্যক্তিগত জীবন ও বিশেষ করে আনুশকার প্রতি ভারতীয়রা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তা অবজ্ঞাপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন তিনি। কলকাতায় একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক কোহলি। খবর দ্য হিন্দুর
গত কয়েক বছর ধরে দলের অন্য কারোর চেয়ে অধিকতর ভালো পারফরম্যান্স করেছেন বলে জানান কোহলি। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খারাপ ব্যাটিং করায় জনগণের প্রতিক্রিয়ায় আমি ব্যক্তিগতভাবে খুব মর্মাহত হয়েছিলাম। গত পাঁচ বছর আমি অনেক ম্যাচে ভারতকে জেতার ক্ষেত্রে সহায়তা করেছি। দলের অন্য যে কারোর চেয়ে আমি অধিকতর ধারাবাহিকভাবে ভালো খেলেছি।'
বিশ্বকাপের সেমিফাইনালে নিজের ও দলের খারাপ পারফরম্যান্স নিয়ে জনগণের কর্কশ প্রতিক্রিয়ার ব্যাপারে আগেই নিজের মনোভাব ব্যক্ত করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন কোহলি। তবে বিশ্বকাপের পরপরই তিনি ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকতে চেয়েছিলেন। তাই এতদিন কথা বলেননি।
কোহলি আরো বলেন, 'কিন্তু জনগণ যেখাবে আমার ব্যক্তিগত জীবন বিশেষ করে আনুশকার প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছে তা ছিল সত্যিই অবজ্ঞাপূর্ণ। আমি খুবই হৃদয়াহত হয়েছিলাম। জনগণের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে দিনের শেষে আমরাও মানুষ। জনগণের তরফে ওইভাবে প্রতিক্রিয়া দেখানো এবং দলের ও আমার ব্যর্থতার জন্য তাকে [আনুশকা] দোষারোপ করা আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে।'
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ২০১৫/শরীফ