বিসিএল আয়োজনের কোনো পরিকল্পনাই ছিল না ক্রিকেট বোর্ডের। বার্ষিক যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল বছরের শুরুতে, সেখানে বিসিএল ছিল। সেটা ছিল দীর্ঘ পরিসরের। ওয়ানডে নয়। বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে ক্রিকেট বোর্ড তড়িঘড়ি করে আয়োজন করে এই টুর্নামেন্টের। জাতীয় দলের ক্রিকেটার ও অন্যান্য ক্রিকেটারদের নিয়ে চারটি অঞ্চলে ভাগ করা হয় পুরো দেশকে। উত্তর, দক্ষিণ, পূর্ব ও কেন্দ্রীয় অঞ্চলের মধ্যে জমজমাটের লড়াই হয় গত এক সপ্তাহে। লড়াইয়ে পর আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে নাসির হোসেনের উত্তরাঞ্চল ও মুমিনুল হক সৌরভের পূর্বাঞ্চল। যদিও দুই দল প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল। বৃষ্টিতে ভেসে যাওয়ায় ফলাফল হয়নি।
তিন ওয়ানডে, দুই টেস্ট ও একটি টি-২০ খেলতে কাল ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। দুই দলের সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট খেলে নিজেদের প্রস্তুত করে নেন মাশরাফি বিন মর্তুজারা। অবশ্য আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় বিসিএল খেলেননি সাকিব আল হাসান। না খেললেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন বাঁ হাতি স্পিনার। প্রথম ওয়ানডেতেও নেতৃত্ব দিবেন টাইগারদের। স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হন টাইগার অধিনায়ক মাশরাফি। তাই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না নড়াইল এঙ্প্রেস। অবশ্য পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন নির্বাচক প্যানেল। নতুন মুখ হিসেবে ডাক পান রনি তালুকদার। গত মৌসুমে দুটি ডাবল সেঞ্চুরিসহ মোট সেঞ্চুরি করেন ৫টি। ১৩ মাস পর জাতীয় দলে ফিরেন আবুল হাসান রাজু। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম, পেসার শফিউল ইসলাম সুহাশ, ইমরুল কায়েশ ও এনামুল হক বিজয়। শফিউল অস্ট্রেলিয়া উড়ে যান আল-আমিনের জায়গায়। কিন্তু কোনো ম্যাচ খেলতে পারেননি শফিউল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আল-আমিনকে পাঠিয়ে দেওয়া হয় দেশে। ইমরুল যান ইনজুর এনামুলের পরিবর্তে। স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় কাঁধের হাড় সরে যায় এনামুলের। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলেননি এই ডান হাতি ড্যাসিং ওপেনার। মেলবোর্নে তার কাঁধের অস্ত্রোপচার করা হয়। এখন তিনি বিশ্রামে আছেন। তাই তাকে নেওয়া হয়নি পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে।
আজ বিসিএলের ফাইনাল। ফাইনালে উত্তর ও পূর্বাঞ্চলের পক্ষে মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাবি্বর রহমান রুম্মন, আবুল হাসান রাজু, আরাফাত সানি, তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ খেলছেন। জাতীয় দলের বাকি ক্রিকেটারদের নিয়ে আজ শুরু হচ্ছে ক্যাম্প। কোচ চন্ডিকা হাতুরাসিংহের তত্ত্ব্বাবধানে চলবে ক্যাম্প। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ১৭ এপ্রিল, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।
আজকের ফাইনালের আগে একবার পরস্পরের মুখোমুখি হয়েছিল উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের ওই ম্যাচে হারেনি কোনো দল। বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। প্রথম দুই ম্যাচ খেললেও হাঁটুর ব্যথায় আজ না খেলার সম্ভাবনা রয়েছে তামিমের। বাঁ হাতি ওপেনার না খেললেও খেলবেন অন্যরা। ফাইনালের উঠার লড়াইয়ে নাসির হোসেনের উত্তরাঞ্চল কেন্দ্রীয় অঞ্চলকে হারিয়েছে ২ উইকেটে। পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচে কোনো ফল হয়নি এবং দক্ষিণাঞ্চলকে হারিয়েছে ৮৮ রানের বড় ব্যবধানে। প্রতিপক্ষ মুমিনুল হকের পূর্বাঞ্চল ৬ উইকেটে দক্ষিণাঞ্চল এবং কেন্দ্রীয় অঞ্চলকে হারায় ৯৮ রানের বড় ব্যবধানে।