বিশ্বকাপ ক্রিকেট শেষ। তবে রয়ে গেছে এখনো তার রেশ। সফল দলগুলোকে দেওয়া হচ্ছে নানা উপঢৌকন। কাল মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ ক্রিকেট দলকে দেওয়া হয়েছে বিশাল গণ সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব আল হাসান ছাড়া উপস্থিত ছিলেন সব ক্রিকেটার ও কোচিং স্টাফ। সেখানে ক্রিকেটাররা তাদের স্মৃতিচারণ করেন বিশ্বকাপ নিয়ে। তাদের স্মৃতিচারণে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত হাজার হাজার ক্রিকেটপ্রেমী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ক্রিকেটাররা সবাই ফিরে যান নিজ নিজ বাড়িতে। পাকিস্তান সিরিজের জন্য ডাক পাওয়া ১৪ ক্রিকেটারের সাতজন আজ বিসিএল ফাইনাল খেলবেন। বাকি ৭ ক্রিকেটার অংশ নিবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। পাকিস্তান সিরিজকে সামনে রেখে আজ শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প।
বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙে দেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। ভারতের বিপক্ষে ম্যাচে চার চারটি বাজে সিদ্ধান্ত দেন দুই আম্পায়ার। ওই সিদ্ধান্তগুলোই বিশ্বকাপ থেকে ছিটকে দেয় টাইগারদের। শুধু মাশরাফিদেরই নয়, কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেট সম্পর্কে একটা হালকা চিড়ও ধরে। বিসিবির ও আইসিসির সাবেক সভাপতি আ হ মুস্তফা কামাল মেলবোর্ন স্টেডিয়ামে বসেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ নিয়ে আইসিসির চেয়ারম্যান শ্রী নিবাসনের সঙ্গে জোর বচসা হয়। যাতে করে শ্রী নিবাসন ক্ষমতার দাপট দেখিয়ে আইসিসির গঠনতন্ত্রকে বৃদ্ধাঙুলি দেখিয়ে বিশ্বকাপ ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হাতে। যা মানতে পারেননি মুস্তফা কামাল। মানতে পারেননি বলেই আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টির সঙ্গে নিজেদের জড়াচ্ছে না।
বিশ্বকাপ শেষে মাত্র ১৭ দিনের মাথায় সংবর্ধনা দেওয়া হয় মাশরাফিদের। কিন্তু মাঠে দ্রুত নেমে পড়েন। আজ অনুশীলন শুরু হচ্ছে, অথচ থাকছেন না সাকিব আল হাসান। আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় সাকিব এখন ভারতে। সেখান থেকে সরাসরি যোগ দিবেন জাতীয় দলের সঙ্গে। বাঁ হাঁটুর ব্যথায় আজকের বিসিএল ফাইনাল খেলছেন না তামিম ইকবাল। তারও অনুশীলন না করার সম্ভাবনা রয়েছে। তবে আজ রিপোর্ট করতে পারেন বাঁ হাতি ড্যাসিং ওপেনার। এর মধ্যেই পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন রনি তালুকদার। রনি গত মৌসুমে টানা দুটি ডাবল সেঞ্চুরিসহ সেঞ্চুরি করেন ৫টি। তার ফল পেয়েছেন জাতীয় দলে ডাক পেয়ে। ১৩ মাস পর পুনরায় জাতীয় দলে ফিরেছেন আবুল হাসান রাজু। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার এনামুল হক বিজয়, ইমরুল কায়েশ, শফিউল ইসলাম সুহাশ ও তাইজুল ইসলাম।
স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হন মাশরাফি। তাই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না টাইগার অধিনায়ক। তার পরিবর্তে নেতৃত্ব দিবেন সাকিব। প্রথম ওয়ানডে না খেললেও স্কোয়াডে রয়েছেন মাশরাফি। সিরিজ শুরু ১৭ এপ্রিল। পাকিস্তান ঢাকায় আসছে ১৩ এপ্রিল।