তিন খেলা ছিল আজ মহিলা প্রিমিয়ার ক্রিকেট লিগের। তিন খেলার ব্যবধানই ছিল বিস্তর। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশী আবাহনী ৭ উইকেটে হারিয়েছে রায়ের বাজার অ্যাথলেটিঙ্কে। বিকেএসপি ৪ নম্বর মাঠে স্বাগতিক বিকেএসপিকে ৯ উইকেটের বড় ব্যবধানে খেলাঘর এবং বিকেএসপি ৩ নম্বর মাঠে এভি স্পোর্টস ১২৩ রানে হারিয়েছে গুলশান ইয়ুথকে।
ধানমন্ডি মাঠে প্রথমে ব্যাট করে রায়ের বাজার ৩৬.৪ ওভারে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন আরিফা খাতুন। অতিরিক্ত খাত থেকেও আসে ১৮ রান। এছাড়া নার্গিস আক্তার ১৬, রুমা আক্তার ১৭ রান করেন। আবাহনীর পক্ষে জাহানারা আলম ৩ উইকেট নেন ৬ রানে। ২টি করে উইকেট নেন সুবর্ণা ইসলাম ও শায়লা শারমিন। ৮৫ রানের টার্গেটে খেলতে নেমে আবাহনীর দুই ওপেনার মন্তানা খাতুন ও শারমিন সুলতানা ৫৯ রানের ভিত দিয়ে জয় সহজ করে দেন। মন্তানা ২৫ এবং শারমিন ২৭ রান করেন। শেষ দিকে শায়লা শারমিন দ্রুত ১৩ রান করলে ১৬.৫ ওভারেই জিতে যায় আবাহনী। বিকেএসপি ৩ নম্বর মাঠে শক্তিশালী এভি স্পোর্টস ৪০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান করে। কোনো হাফ সেঞ্চুরি ছিল না কোনো ব্যাটসম্যানের। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক পান্না ঘোষ। এছাড়া শাহনেওয়াজ পারভিন ৩১, তাজিয়া আক্তার ৩৪, শরীফা খাতুন ৩৫ রান করেন। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুরন্ত ছিলেন পান্না। ৭ ওভার স্পেলে ২১ রানের খরচে নেন ৫ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়েই ৪০ ওভারে ৯০ রানের বেশি করতে পারেনি গুলশান ইয়ুথ ক্লাব। বিকেএসপি ৪ নম্বর মাঠে স্বাগতিক বিকেএসপি ৯৫ রান করে ৪০ ওভারে। দলের সর্বোচ্চ ২৩ রান আসে অতিরিক্ত খাত থেকে। এছাড়া ২০ রান করেন ওপেনার ফারজানা আক্তার। ৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খেলাঘর। ওপেনার আয়েশা রহমান অপরাজিত থাকেন ৫৩ রানে।