প্রথম ভারতীয় নারী টেনিস তারকা হিসেবে বিশ্বে মেয়েদের টেনিসের ডাবলসে শীর্ষস্থান অর্জন করায় সানিয়া মির্জাকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী। এ কৃতিত্বে সানিয়া পুরো জাতিকে গর্বিত করেছে বলে এক বার্তায় একথা জানিয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট।
গতকাল যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার চার্লসটনে ডাব্লিউটিএ ফ্যামিলি সার্কেল কাপ জয়ের মধ্য দিয়ে এ কৃতিত্ব অর্জন করেন সানিয়া। টুর্নামেন্টে তার পার্টনার ছিলেন সুইস টেনিস তারকা মার্টিনা হিংগিস।
ডাব্লিউটিএ ফ্যামিলি সার্কেল ক্লাব ফাইনালে শীর্ষ বাছাই সানিয়া-হিংগিস জুটি অস্ট্রেলিয়ার ক্যাসেই ডেলাকুয়া ও ক্রোয়েশিয়ার ডারিজা জুরাক জুটিকে ৬-০, ৬-৪ গেমে পরাজিত করেন।
এ শিরোপা জয়ের মধ্য দিয়ে সানিয়া মির্জা ৪৭০ পয়েন্ট লাভ করেন। ফলে তার সর্বমোট পয়েন্ট দাঁড়ায় ৭৯৬৫। এর ফলে তিনি ইতালির সারা এররানি ও রবার্তা ভিনচিকে টপকে যান। এদের প্রত্যেকের পয়েন্ট ৭৬৪০ করে। খবর দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ২০১৫/শরীফ