বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌছেছে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার সোয়া ১২টায় পাকিস্তান এয়ারলাইন্সসের ডিকে-২৬৬ বিমানে করে তারা ঢাকায় অবতরণ করেন।
আগামী ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি ২টি ওয়ানডে ও একটি টি-২০ অনুষ্ঠিত হবে এই মিরপুরেই। পরে প্রথম টেস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে বাংলাদেশের পাকিস্তান সফর।
আগামীকাল মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। এর পরের দিন বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৫/মাহবুব