দু-দুটি অনিন্দ্য সুন্দর গোল! বিপরীতে গোলরক্ষকের বালখিল্যতার পরিচয়! গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘মান্যবর প্রিমিয়ার ফুটবল’ লিগে শিরোপা প্রত্যাশী শেখ রাসেল ক্রীড়াচক্র নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারালেও তাদের পারফরম্যান্স দেখে সমর্থকদের মন ভরেনি।
ঘরোয়া ফুটবলের অন্যতম পরাশক্তি শেখ রাসেল। এক সময়কার প্রিমিয়ার ফুটবলে নিয়মিতই শিরোপা লড়াইয়ে থাকত দলটি। বাংলাদেশ লিগ শুরুর পর থেকে পথচ্যুত হয়নি। বরং আবাহনীর আধিপত্য গুঁড়িয়ে ২০১৩ সালে শিরোপা জিতে নেয় বাংলাদেশ লিগের। এবার বসুন্ধরা গ্রুপ দায়িত্ব নেওয়ায় শেখ রাসেল জাতীয় দলের সাত ফুটবলারকে নিয়ে শক্তিশালী দল গড়ে। যদিও মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপের শিরোপা জিততে পারেনি। তারপরও দ্রাগান দুকানোভিচের অলআউট কোচিং মেথডে লিগের আগে নিজেদের গুছিয়ে নেন মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন এমিলি, মোহাম্মদ জাহিদরা। শিরোপা প্রত্যাশী আবাহনী, শেখ জামাল দুটি করে ম্যাচ খেললেও গতকাল লিগে প্রথম খেলে শেখ রাসেল। জাতীয় দলের তারকা ফুটবলারদের নিয়ে মাঠে নামলেও পুরোপুরি মন ভরাতে পারেনি। দুই দুটি গোলও ছিল শুধু চোখ ধাঁধানো। বাকি সময়গুলো ছায়া হয়েই খেলেছেন এমিলি, হেমন্ত বিশ্বাস, মিঠুনরা।
জয়ের জন্য যে ক্ষুধা, গোলের জন্য যে লড়াকু মেজাজ দরকার সেভাবে খেলতে দেখা যায়নি এমিলিদের। ৮০ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে শেখ রাসেল শিবিরে স্বস্তি আনেন এমিলি। পুরো ম্যাচে ওই গোলটি ছাড়া এমিলি নজর কেড়েছেন প্রথমার্ধে। ৪১ মিনিটে মধ্যমাঠ থেকে মিশুর ফ্রি কিকে চমৎকার হেড করেন এমিলি। ব্রাদার্সের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য পরাস্ত হলেও জালের দেখা পায়নি বলটি। এমিলির ওই হেড ছাড়া আর একটি সুযোগ পেয়েছিল রাসেল। কিন্তু হাফ চান্সটিকে ফুল চান্স করতে পারেননি ক্যামেরুনের পল এমিলি। তাড়াহুড়া করতে যেয়ে বল বার পোস্টের বাইরে মারেন। দুই সুযোগ ছাড়া তারকাখচিত রাসেলকে প্রথম ৪৫ মিনিট শুধু দৌড়াতেই দেখা গেছে। উল্টো ভারতীয় কোচ সৈয়দ নাইমুদ্দিনের কোচিংয়ে তরতাজা ব্রাদার্সের ফুটবলাররা গতিশীল ফুটবল খেলে ব্যতিব্যস্ত রাখে রাসেলকে। ১৬ মিনিটে গোলরক্ষক মামুন খানের ভুলে গোল খেয়ে বসে। ডান প্রান্ত থেকে হাইতির অগাস্টিন উইলসনের নির্ভেজাল ক্রস গোলবার ছেড়ে হাত দিয়ে থামাতে চান। অথচ বলটি ফিষ্ট করলে কোনো সমস্যায় পড়তে হতো না দলকে। কিন্তু কি বুঝে তিনি বলটি থামাতে চাইলেন, একমাত্র তিনিই জানেন। থামাতে যেয়ে যে ভুল করেন, তার খেসারত গুনেন গোল খেয়ে। বলটি থামানোর সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ানো কাওসার আলি রাব্বির পায়ে পরে। রাব্বি কোনো সময়ক্ষেপণ না করে ডান পায়ে মাথার উপর দিয়ে ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে দেন (১-০)। গোল করেই মাঠের পশ্চিম পাশে এসে মাটিতে মাথা ঠুকিয়ে উপরওয়ালার সন্তুষ্টি কামনা করেন। গোল খাওয়ার পরও গোল শোধের জন্য তেমনভাবে জ্বলে উঠতে পারছিল না শেখ রাসেলের ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধে ফরমেশনে পরিবর্তন আনেন কোচ দুকানোভিচ। প্রথমার্ধের নিষ্প্রভ মধ্যমাঠকে তাজা রাখতে দুই উইং দিয়ে আক্রমণ শানাতে থাকেন। প্রতিপক্ষের আক্রমণ বাঁচাতে রেজাউল করীমকে বসিয়ে মাঠে নামান তপু বর্মণকে এবং নাইজেরিয়ার কিংসলে চিগোজার বদলে নামান ইউসুফ সিফাতকে। সিফাত নামার পরই খেলার ধার বেড়ে যায় রাসেলের। আক্রমণও করতে থাকে প্রায় প্রতি মিনিটেই। ৬৯ মিনিটে ডান প্রান্ত থেকে হেমন্তের মাইনাসে তাড়াহুড়া করতে যেয়ে বল বাইরে মারেন জাহিদ। ৭৬ মিনিটে দুর্ভাগ্য রাসেলের। ডান প্রান্ত থেকে সিফাত যে বলটি বাড়ান, সেটা ধরে জাহিদ ব্রাদার্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পাশে দাঁড়ানো পল এমিলিকে দেন। পল চকিত ডান পায়ে মাটি ঘেঁষা শট নেন এবং সেটা গোলরক্ষককে ফাঁকি দিলেও সাইড পোস্টে লেগে ফিরে আসে। ৮০ মিনিটে সমতা আনেন এমিলি (১-১)। দুই মিনিট পর পল দুর্দান্ত ফিনিশিং দিয়ে দলকে জয়ী করে পুরো পয়েন্ট উপহার দেন (২-১)। গোল না পেলেও শেখ রাসেলের জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন জাহিদ। দ্বিতীয়ার্ধে তার উজ্জীবিত খেলা ব্রাদার্সকে দিশেহারা করে দেয়। আর এতেই জয় দিয়ে লিগ শুরু করে শেখ রাসেল ক্রীড়াচক্র।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
জয়ে শেখ রাসেলের যাত্রা
শেখ রাসেল ২ : ১ ব্রাদার্স
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর