আগামী চার বছরের জন্য বিশ্বকাপ ট্রফিটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। নতুন করে প্রস্তুতি নেওয়া শুরু করেছে দলগুলো। মেতে উঠেছে সিরিজ খেলায়ও। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরুনি পাকিস্তান। বিশ্বকাপের এই ব্যর্থতা নিয়েই গতকাল ঢাকায় পা রেখেছে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। সফরে দলটি তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-২০ খেলবে। গতকাল ঢাকায় পা রাখলেও এক মাসের সফরে দলটি প্রথম মাঠে নামবে ১৫ এপ্রিল। বিসিবি একাদশের বিপক্ষে গতকাল প্রস্তুতি ম্যাচ খেলবে ফতুল্লায়। মূল লড়াই শুরু ১৭ এপ্রিল। সেদিনই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সিরিজটির ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গোয়ার্তুমিতে। পিসিবি দাবি করেছিল তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কেন এই দাবি। দাবি এজন্য, সফর করার কথা বলেও পাকিস্তান যায়নি বাংলাদেশ। অবশ্য পরবর্তীতে দুই বোর্ডের মধ্যে আলাপ আলোচনার পর সিরিজটি চূড়ান্ত হয়। সিরিজ খেলতে আসায় ক্রিকেট বোর্ড ৩ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় আড়াই কোটি টাকা দিচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। গতকাল স্থানীয় সময় সাড়ে ১২টায় ঢাকায় পা রাখে। পা রেখেই মিডিয়ার মুখোমুখি কথা বলেনি পাকিস্তানের ক্রিকেটাররা। সোজা চলে যান সোনারগাঁও হোটেলে। আজ বিকালে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবে পাকিস্তান। সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ১৭, ১৯ ও ২২ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৪ এপ্রিল একই ভেন্যুতে খেলবে একমাত্র টি-২০ ম্যাচ। ২৮ এপ্রিল-২ মে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট এবং ৬-১০ এপ্রিল দ্বিতীয় টেস্ট মিরপুরে। ১১ মে ঢাকা ছাড়বে পাকিস্তান। ইনজুরির জন্য শেষ মুহূর্তে ঢাকায় আসেননি পেসার সোহেল খান।