২০০২ বিশ্বকাপ ফুটবল পর্যন্ত বাংলাদেশ সরাসরি বাছাইপর্বে অংশ নেয়। এরপর ফিফা নিয়ম করে দেয় এশিয়ার নিুসারির দলগুলোকে প্রাক অর্থাৎ বাছাইপর্বের জন্য বাছাইপর্ব খেলতে হবে। ২০০৪ সাল থেকে প্রাক-বাছাইপর্ব খেলে আসছিল বাংলাদেশ। র্যাঙ্কিং উন্নতি হওয়ায় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে এশিয়া অঞ্চলে সরাসরি বাছাইপর্ব খেলার সুযোগ পেয়েছে এবার। ২০১৮ সালে ইউরোপ মহাদেশ রাশিয়াতে বসবে বিশ্ব কাঁপানো ফুটবলের ২১তম চূড়ান্ত পর্বের আসর। রাশিয়া স্বাগতিক বলে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। অন্য ৩১ দলকে জায়গা করে নিতে হবে বাছাইপর্ব খেলে। বিশ্বকাপের তিন বছর বাকি থাকলেও এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব শুরু হবে ১১ জুন থেকে। মঙ্গলবার মালয়েশিয়ায় বিশ্বকাপের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ৪০টি দল আট গ্রুপে বিভক্ত হয়ে হোম অ্যান্ড আওয়ের ভিত্তিতে চূড়ান্ত পর্বে উঠতে লড়বে। গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা রানার্সআপ রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে এশিয়া অঞ্চলের পরবর্তী রাউন্ডে উঠবে। আবার এই ১২টি দল এশিয়া কাপের পরবর্তী আসরে সরাসরি খেলার টিকিট পাবে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত বসবে এশিয়া কাপ ফুটবলের চূড়ান্ত আসর।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে সদ্য এশিয়া কাপ জয়ী অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান ও কিরখিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপে সৌদি আরব, ফিলিস্তিন, পূর্বতিমুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ‘সি’ গ্রুপে চীন, হংকং, মালদ্বীপ, কাতার, ভুটান। ‘ডি’ গ্রুপে ভারত, ইরান, ওমান, তুর্কেমেনিস্তান ও গুয়াম, ‘ই’ গ্রুপে জাপান, সিরিয়া, আফগানিস্তান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ‘এফ’ গ্রুপে ইরাক, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ‘জি’ গ্রুপে এশিয়া কাপের রানার্সআপ দক্ষিণ কোরিয়া, লেবানন, মিয়ানমার, কুয়েত, লাওস, আর ‘এইচ’ গ্রুপে লড়বে ১৯৬৬ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠা উত্তর কোরিয়া, ইয়েমেন, বাহরাইন ও ফিলিপাইন। বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে এবং জুন মাস থেকে বাছাইপর্বে খেলবে। হাতে সময়ও নেই, এক্ষেত্রে বাফুফের উচিত হবে দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করা। বাফুফের এক কর্মকর্তা বলেন, এখন লিগ চলছে এ অবস্থায় প্রস্তুতি শুরু করার প্রশ্নই উঠে না। তিনি বলেন, পেশাদার লিগ যারা খেলছে তাদের দিয়েইতো জাতীয় দল গঠন হবে। কোচ লোডডিক ক্রুইফ এলে খেলোয়াড় বাছাই করে ২০/২৫ দিনের মতো প্রশিক্ষণ দিলেই চলবে। অর্থাৎ বাফুফে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তা এই কর্মকর্তার কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় দলের সাবেক নন্দিত ফুটবলার শেখ মো. আসলাম বলেন, যে কঠিন গ্রুপ তাতে হয়তোবা বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব হবে না। কিন্তু ফলাফল যাতে একেবারে লজ্জাকর না হয় সেই চেষ্টাতো চালাতে হবে।
শিরোনাম
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
- পানি সংকটে রাঙামাটি, বন্ধ জলবিদ্যুৎ কেন্দ্রের চার ইউনিট
- সাফ অনূর্ধ্ব-১৯: ভারতে উত্তেজনার মাঝেও নির্ধারিত সূচিতেই মাঠে নামছে বাংলাদেশ
- আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা মোদির
- কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল
- নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ: ডিএনসিসি প্রশাসক
- খোদ ভারতেই যুদ্ধবিরোধী কণ্ঠ: কবীর সুমনের তীব্র প্রতিক্রিয়া
- ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হল পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচ
- হামলায় অংশ নিয়েছিল ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান, দাবি পাকিস্তানের
- ভারতের হামলায় ‘শান্তির আহ্বান’ বিশ্বনেতাদের, ইসরায়েল জানাল সমর্থন
- পাক-ভারত সংঘাত : সীমান্ত জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৩৮ মামলা
- যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিয়ে ভারতীয় মিডিয়ার লুকোচুরি
বাছাইপর্বের লড়াই
অস্ট্রেলিয়ার সঙ্গী বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর