তারকাভরা দল। লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যে সেই ছন্দ খুঁজে পাওয়া না গেলেও মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ে ধারা ধরে রেখেছে ঠিকই। প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে ৪-১, দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ২-১ ব্যবধানে কষ্টার্জিত জয়। তারপর আবার গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে ফেনী সকারকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই থাকল বর্তমান চ্যাম্পিয়নরা। শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল এবার বিগ বাজেটে দল গড়েছে। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই তারা ভাগাভাগি করে নিয়েছে। বিদেশি কালেকশনও ভালো। এরপরও তারা সমর্থকদের তেমনভাবে মন ভরাতে পারচ্ছে না। সোমবার জয় দিয়ে শেখ রাসেল লিগ শুরু করলেও ৮০ মিনিট পর্যন্ত ব্রাদার্সের বিপক্ষে পিছিয়ে ছিল। দুই এমিলির অসাধারণ গোলে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে শেখ রাসেল।
শেখ জামাল গতকাল প্রথমার্ধে ২ গোল করে এগিয়ে যায়। কিন্তু তারকাভরা দলটির খেলার মধ্যে ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুর্বল প্রতিপক্ষ ফেনীর বিপক্ষে আক্রমণ চালালেও ছিল না কোনো পরিকল্পনার ছাপ। বল নিয়ে অযথা শেখ জামালের খেলোয়াড়দের ছোটাছুটি করতে দেখা গেছে। অথচ পরিকল্পনা করে খেললে ফেনীর মাঠে ঠিকমতো দাঁড়ানোর কথা নয়। প্রথম ম্যাচের পর কোচ মারুফ বলেছিলেন, পরবর্তী ম্যাচ থেকে ছেলেরা ঠিকই জ্বলে উঠবে। কই গতকালতো ধানমন্ডি পুরো শক্তি নিয়েই মাঠে নেমেছিল। কিন্তু চ্যাম্পিয়নরা কি চ্যাম্পিয়নরূপে খেলতে পেরেছে। দেশি তারকা ফুটবলার থাকলেও শেখ জামালের তিন ম্যাচেই জয়ের পেছনে বড় ভূমিকা রাখছেন বিদেশিরাই। এমেকা ডালিংটন, ওয়েডসন, ল্যান্ডিং এ তিন বিদেশি গতকাল পরিশ্রম করে খেলেছেন। আর জয়ের নায়কও তারা। ২৪ মিনিটে এমেকা ডালিংটনের নিখুঁতক্রস থেকে ওয়েডসন হেডে জালে বল পাঠান। ৪ মিনিট পর ল্যাজিংয়ের কাছ থেকে বল পেয়ে ব্যবধান ২-০তে আনেন এমেকা ডালিংটন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়াতে মনে হচ্ছিল দ্বিতীয়ার্ধে শেখ জামাল আরও জ্বলে উঠবে। কিন্তু তা আর হয়নি, বরং ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ফেনী। অভিজ্ঞসম্পন্ন খেলোয়াড় ছিল না বলে জামালের জালে বল জড়ায়নি। শেষ মুহূর্তে দুই বিদেশির গোলে জিতে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।