২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। আর মাত্র কদিন বাকি তাই দক্ষিণ ও উত্তর মেয়র আর কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঢাকা যে সব সমস্যায় বন্দি তা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ঢাকা শহরে অন্যতম সমস্যা হচ্ছে মাঠ। উপযুক্ত খেলার জায়গা নেই বলে তরুণরা খেলতে পারছেন না। হাতে গোনা কটি মাঠ থাকলেও তা সংরক্ষিত রাখা হয়েছে ক্লাবগুলোর জন্য। ছেলেরা মুক্ত পরিবেশে বল নিয়ে দৌড়াবে তা এখন ঢাকা শহরে স্বপ্নে পরিণত হয়েছে বলা যায়। অভিভাবকরা এ নিয়ে দারুণ চিন্তিত। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা দক্ষিণ মেয়র প্রার্থী সাঈদ খোকন ও উত্তরের আনিসুল হক। ক্রীড়া ফোরাম সম্মিলিত ক্রীড়া পরিবারের উদ্যোগে বেলা ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সম্মিলিত ক্রীড়া পরিবারের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বাবুল বলেন, দুই মেয়র প্রার্থী নিজ থেকেই ইচ্ছা প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনে লোকদের সঙ্গে আলোচনায় বসতে। কারণ তারা ঠিকমতো জানেন না খেলাধূলার জন্য ঢাকাবাসীকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব, বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ছাড়াও খ্যাতনামা ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাবুল বলেন, নির্বাচনে কে জিতবে তা বলা মুশকিল। কিন্তু ঢাকা শহরে মাঠ ছাড়াও আরও যে সব সমস্যায় বন্দি হয়ে আছে তা সাঈদ ও আনিসুলের সামনে তুলে ধরব। তারা নির্বাচনে জিতলে যেন এসব সমস্যার সমাধান দিতে পারেন তার প্রতিশ্রুতিও আদায় করে নিব। বাবুল বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা শহরের অভিভাবক না থাকাতে সমস্যার কথা তুলে ধরা যেত না। এবার সেই সুযোগ এসেছে। শুধু সাঈদ বা আনিসুল না অন্য মেয়র প্রার্থীরাও ইচ্ছা প্রকাশ করলে ক্রীড়াঙ্গনের সমস্যা নিয়ে মতবিনিময় সভা হবে। আসলে মাঠের অভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা আশা করি সিটি করপোরেশনের নির্বাচনের পর তা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।