ক্রিকেটার হিসেবে খুব বড় মাপের ছিলেন না। ছিলেন মাঝারি মানের। খেলেছেন অর্জুনা রানাতুঙ্গার সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট দলে। ক্রিকেটার হিসেবে যে মানেরই হউন না কেন, কোচ হিসেবে তার যশ, খ্যাতি অনেক বেশি। ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট দলের সহকারী কোচ। কোচিং করিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও। এখন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ। তার কোচিংয়েই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে টাইগাররা। তার কোচিংয়ে দুর্দান্ত খেলেন মাশরাফিরা। বিশ্বকাপের দুর্দান্ত খেলা বাংলাদেশ এখন প্রস্তুত নিচ্ছে পাকিস্তানের মোকাবিলার। আজ বাদে কাল থেকে শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করেন টাইগার কোচ হাতুরাসিংহে। পাকিস্তানের বিপক্ষে টাইগাররা আত্মবিশ্বাসী হয়ে খেলবেন বিশ্বাস টাইগার কোচের। তাই সিরিজটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ধারণা কোচের।
বাংলাদেশ এই প্রথম খেলল কোয়ার্টার ফাইনাল। খেলেছে দুর্দমনীয় ক্রিকেট। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে। টপকে গেছে স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৮ রান। দুর্দান্ত ক্রিকেট খেলা টাইগার ক্রিকেটাররা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী বলেন হাতুরাসিংহে, 'আমি মনে করি ছেলেরা অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি মনে করি না ছেলেরা মানসিকভাবে পিছিয়ে আছে। পাকিস্তান কঠিন প্রতিপক্ষ। তাদের ও আমাদের কন্ডিশন প্রায় একই। অন্য দলগুলোর চেয়ে একটু আগেভাগেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিবে হয়তো পাকিস্তান। কিন্তু আমরা জানি কি পারব আমরা। আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি সিরিজ অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।'
সিরিজে লড়াইয়ের আশা করছেন কোচ। কিন্তু বিশ্বকাপ থেকেই ধুঁকছে উদ্বোধনী জুটি। বিশ্বকাপে খেলেছে তিন ওপেনার। স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস ছাড়া নিজের ছায়াই হয়েই খেলেছেন তামিম ইকবাল। এনামুল হক বিজয় খেললেও আহত হয়ে ফিরে আসেন দেশে। ইমরুল কায়েশ খেলতে পারেননি ঠিকমতো। তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে রনি তালকুদারকে। গেল মৌসুমে দুটি ডাবলসহ পাঁচটি সেঞ্চুরি করেন রনি তালুকদার। সেই রনি কাল ব্যর্থ হয়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। উদ্বোধনী জুটির সমস্যা কাটাতে চিন্তিত কোচ বলেন, 'রনি পারফর্ম করেই এসেছেন দলে। তামিম রানের ক্ষুধায় ভুগছেন। আশা করছি এরা ভালো করবে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে কোনো দলের ওপেনাররাই ভালো করতে পারেননি। আমাদের কন্ডিশন একটু ভিন্ন। তাই সফল হতেই পারেন ওপেনাররা।'