তৃতীয় ওয়ানডেতে জিততে জিততে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। গতকাল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেই ভুল আর করেনি। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাত ম্যাচ সিরিজের চতুর্থটিতে ২৬ রানে হারিয়ে ফের জয়ের রাস্তায় উঠে আসে বাংলাদেশ যুবারা। এই জয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে স্বাগতিক যুবারা। বাকি তিন ওয়ানডের একটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিক দলের। সিরিজের পঞ্চম ওয়ানডে ১৮ এপ্রিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রথম দুই ওয়ানডে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছিল স্বাগতিক যুবারা। কিন্তু হোঁচট খায় তৃতীয় ওয়ানডেতে। হেরে যায় মাত্র ২ রানে। সেই ধাক্কা সামলে গতকাল জয় তুলে নেয়। কাল টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২০৬ রান করে স্বাগতিক যুবারা। দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ ৭২ রানের ভীত দিয়েছিলেন। সেই ভীতটাকে পরের ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারেননি। তাই ২০৬ রানের বেশি জমা হয়নি স্কোর বোর্ডে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওয়ান ডাউনে খেলতে নামা অধিনায়ক নাজমুল হাসান। ওপেনার পিনাক ৪২ ও সাইফ ৪১ রান করেন। ২০৭ রানের টার্গেটে খেলতে নেমে স্বাগতিক দলের আঁটোসাঁটো বোলিং ও নিখুঁত ফিল্ডিংয়ে ৫০ ওভারে ১৮০ রানের বেশি করতে পারেন সফরকারী প্রোটিয়াস যুবারা। এর মধ্যেই ওয়ান ডাউনে খেলতে নামা পিটার উইলয়াম সর্বোচ্চ ৮০ রান করেন ১৩৫ বলে ৫ চার ও এক ছক্কায়। স্বাগতিক যুবাদের পক্ষে ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন ও সালাউদ্দিন।
শিরোনাম
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনের আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
- পানি সংকটে রাঙামাটি, বন্ধ জলবিদ্যুৎ কেন্দ্রের চার ইউনিট
- সাফ অনূর্ধ্ব-১৯: ভারতে উত্তেজনার মাঝেও নির্ধারিত সূচিতেই মাঠে নামছে বাংলাদেশ
- আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধের ঘোষণা মোদির
- কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল
- নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ: ডিএনসিসি প্রশাসক
- খোদ ভারতেই যুদ্ধবিরোধী কণ্ঠ: কবীর সুমনের তীব্র প্রতিক্রিয়া
- ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হল পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচ
- হামলায় অংশ নিয়েছিল ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান, দাবি পাকিস্তানের
- ভারতের হামলায় ‘শান্তির আহ্বান’ বিশ্বনেতাদের, ইসরায়েল জানাল সমর্থন
- পাক-ভারত সংঘাত : সীমান্ত জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
ব্যবধান আরও বাড়াল যুবারা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর