ফ্রান্সের ক্লাব পিএসজিকে তাদের মাটিতে ৩-১ উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখলো বার্সালোনা। এ ম্যাচে বার্সার হয়ে করা তিনটি গোলের দুটিই করেছেন লুইস সুয়ারেজ। অন্যটি ব্রাজিল তারকা নেইমারের।
বুধবার রাতে প্যারিসে বার্সেলোনার গোলের প্রথম গোলের সুযোগটি অবশ্য পেয়েছিলেন মেসি। ম্যাচের ১৪ মিনিটে লুইস সুয়ারেজ দারুণ এক পাস দিয়েছিলেন ডি-বক্সের প্রান্তে দাঁড়ানো আর্জেন্টিনা অধিনায়ককে। কিন্তু তার বাঁ পায়ের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও লাগে গোলপোস্টে।
১৮তম মিনিটে একটি পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় বার্সেলোনা। ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে খানিকটা এগিয়ে মেসি বল বাঁড়ান বাঁ দিকে অনেকটা ফাঁকায় থাকা নেইমারকে। ডান পায়ের শটে গোলরক্ষকে ফাঁকি দিতে সমস্যা হয়নি ব্রাজিল তারকার।
৬৭তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। ডিফেন্ডার দাভিদ লুইসকে পায়ের জাদুতে ছিটকে ফেলে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে আরো দুইজনকে ফাঁকি দিয়ে গোলরক্ষক সালভাতোরে সিরিগুকে পরাস্ত করেন তিনি।
৭৯তম মিনিটে আবার নিজের জাত চেনান সুয়ারেজ। এবারও দাভিদ লুইসকে ফাঁকি দিয়ে সামনে থাকা গোলরক্ষককে বোকা বানান উরুগুয়ের এই তারকা। তিন মিনিট পর ব্যবধান কমায় পিএসজি। ফন ডার ভিলের শট ডিফেন্ডার জেরেমি ম্যাথিউর পায়ে দিক পাল্টে জালে ঢুকে যায়।
আগামী মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের ফিরতি ম্যাচে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে আবার মুখোমুখি হবে দুই দল।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/মাহবুব