বিশ্বকাপের পর আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল পদত্যাগ করায় সভাপতির পদটি এখন খালি পড়ে আছে। জানা গেছে, সবকিছুই ঠিক থাকলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নজাম শেঠিই আইসিসি’র অর্ন্তবর্তীকালীন সভাপতি হতে চলেছেন। আগেই জানা গিয়েছিল, মুস্তফা কামাল পদত্যাগ করার পর সভাপতি নাজাম শেঠিকে আইসিসি’র সভাপতি করার ইচ্ছা প্রকাশ করেছিল পিসিবি।
এদিকে, আইসিসি’র সভাতেও নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে নাজাম শেঠিকে অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে। যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কারও নাম প্রস্তাব করা হয়নি, তাই আপাতত দু’মাসের জন্য আইসিসি’র অর্ন্তবর্তীকালীন সভাপতি হতে যাচ্ছেন নাজাম শেঠি। জুলাই পর্যন্ত তিনিই থাকবেন এই পদে। যদিও এর পরবর্তী একটি বছরও তারই এই পদে থাকার কথা।
রোটেশন পদ্ধতিতে আইসিসি’র সভাপতি পদে বিভিন্ন দেশ থেকে একেকজনকে নির্বাচিত করা হয়। সেই অনুযায়ী আগামী জুলাই থেকে এক বছর মুস্তফা কামালের কাছ থেকে দায়িত্ব নেওয়ার কথা ছিল পাকিস্তানের নির্বাচিত কোনও একজনের। পাকিস্তান থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, নাজাম শেঠিকেই তারা আইসিসি’র পরবর্তী সভাপতি পদে দেখতে চান। কিন্তু মুস্তফা কামাল তার মেয়াদ পূরণের তিন মাস আগে দায়িত্ব ছেড়ে দেওয়ায় অর্ন্তবর্তীকালীন সভাপতি পদটাতেও নজাম শেঠিকেই বসাতে চায় আইসিসি। যার অর্থ আগামী ১৫ মাস আইসিসি’র আলঙ্কারিক পদটিতে থাকবেন নাজাম শেঠি। সূত্র: কলকাতা২৪।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/মাহবুব