এমনিতেই বিসিবি একাদশের কাছে হেরে সিরিজ হারের শঙ্কায় পাকিস্তান। তার ওপর ইনজুরিতে পড়ছেন একের পর এক ক্রিকেটার। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে লেগস্পিনার ইয়াসির শাহ। এর আগেই ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন সোহেল খান ও শোয়েব মাকসুদ। তাই ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে দল থেকে ছিটকে যাওয়া তৃতীয় ক্রিকেটার হলেন ইয়াসির।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান ইয়াসির। তার আঙুলে সেলাই লাগে। ওয়ানডে সিরিজে ইয়াসিররের বিকল্প কে হবে তা পরে জানানো হবে।
২০১১ সালের সেপ্টেম্বরে ওয়ানডেতে অভিষেক হওয়ার পর এই সংস্করণে প্রায় চার বছর খেলার সুযোগ পাননি ইয়াসির। তবে পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৮ ওভারে ৬০ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর বিশ্বকাপের আর কেনো ম্যাচে খেলার সুযোগ হয়নি তার।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৫/মাহবুব