বাংলাদেশ ক্রিকেটে 'রহস্যময়' এক নাম পাকিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সব দলকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু হারাতে পারেনি পাকিস্তানকে। যাও একবার হারিয়েছে, তাও ১৬ বছর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে। সেটা আবার আইসিসি সহযোগী দেশ হিসেবে। পাকিস্তানকে হারানোর পরের বছরই টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। কিন্তু পাকিস্তানকে হারানো হয়নি। সেই পাকিস্তানের বিপক্ষে আজ আবার মাঠের লড়াইয়ে নামছে। নামছে ফেবারিট হয়ে। কাল সংবাদ সম্মেলনে আজকের ম্যাচ যে আবেদন ছড়িয়েছে, একই আবেদন আবেশ ছড়িয়ে রেখেছিল ১৬ বছর আগের ওই ম্যাচটি। কাল ওই ম্যাচের কথা আলোচনায় উঠে আসবে হয়তো জানতেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস। জানতেন বলেই কাল জানিয়েছেন, বাংলাদেশ ভালো খেলেই ওই ম্যাচ জিতেছিল। ওই ম্যাচে ওয়াসিম আকরাম, সোয়েব আক্তার, সাকলাইন মুস্তাকদের সঙ্গে খেলেছিলেন ওয়াকার ইউনুস। তাই খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের জয়। দেখেছেন কিভাবে দুমড়ে মুচড়ে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে নতুন বলে বোলিং করেছিলেন ওয়াকার। ওই ম্যাচের নায়ক খালেদ মাহমুদ সুজন আবার বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার। মাঠের বাইরে তাই দুই সাবেক তারকার লড়াইও বাড়তি পাওনা ক্রিকেটপ্রেমীদের। ওই ম্যাচে ওয়াকার ৯ ওভারে ২৬ রানের খরচে নিয়েছিলেন ২ উইকেট। ম্যাচ নিয়ে বলেন, 'ওই বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ খেলেছিলাম আমি। সেটা ছিল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ ম্যাচ জিতেছিল সেরা খেলা খেলে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই আমাদের চেয়ে ভালো করেছিল বাংলাদেশ। সেরা দল হিসেবেই ম্যাচ জিতেছিল।'
বাংলাদেশের একমাত্র জয় বলে ম্যাচটি স্মরণীয় হয়ে আছে এদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে। তেমনি মনে থাকবে আজীবন ওয়াকার ইউনুসের কাছে।