ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফেবারিট শেখ রাসেল ক্রীড়াচক্র লিগ শুরু করেছে। কিন্তু যে মানের দল সেই অনুযায়ী প্রথম ম্যাচে খেলতে পারেননি ফুটবলাররা। দুর্বল প্রতিপক্ষ হলেও ৮০ মিনিট পর্যন্ত ব্রাদার্স-১ গোলে এগিয়ে ছিল। ৮০ আর ৮২ মিনিটে জাহিদ হোসেন এমিলি ও পল এমিলির গোলো পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। খেলায় জয়টা বড় কথা, এমিলিরা সেই কাজটি করেছেন। কিন্তু এত নামি-দামি খেলোয়াড় থাকার পরও শেখ রাসেলের খেলার মধ্যে ছন্দ খুঁজে পাওয়া যাবে না কেন? এভাবে খেললে যে কোনো দিন অঘটন ঘটে যেতে পারে। লিগ শুরুর আগে দলীয় অধিনায়ক মিঠুন চৌধুরী বলেছেন, তারা লিগে শিরোপা ছাড়া কিছুই ভাবছে না। আসলে যে মানের দল তাতে শিরোপা ছাড়া অন্য কিছুই মানায় না। কোচ দ্রাগান দুকানোভিচ, প্রথম ম্যাচ জেতার পর বলেছেন, পুরো পয়েন্ট পাওয়াতে আমি সন্তুষ্ট। কিন্তু ফুটবলাররা তার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। তিনি বলেন, ব্রাদার্স আমার চিন্তার বাইরে অসম্ভব ভালো খেলে ফেলেছে। তাই ম্যাচ জিততে বেগ পেতে হয়েছে। আশা করি পরের ম্যাচ থেকে ছেলেরা ভালো খেলবে এবং জয় ধরে রাখবে। হ্যাঁ, মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল আজ মুখোমুখি হচ্ছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ফুটবলে মোহামেডানের দাপট তুঙ্গে থাকলেও এখন তা অতীত স্মৃতিই বলা যায়। ২০০২ সালের পর তারা লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারে দলে কোনো পরিচিত মুখ নেই। শক্তির বিচারে মোহামেডানের কোনোভাবে শিরোপা লড়াইয়ে থাকার কথা না। কিন্তু বাস্তবতা হচ্ছে তরুণদের নিয়ে দল গড়লেও নতুন মৌসুমে সাদাকালোরা ভালোই খেলছে। ফেডারেশন কাপে সেমিফাইনালে উঠেছিল। লিগের প্রথম ম্যাচে ৫-০ গোলে চট্টগ্রাম আবাহানীকে বিধ্বস্ত করেছে। এখন পর্যন্ত লিগে এটিই সর্বোচ্চ গোল। পরের ম্যাচে আবার টিম বিজেএমসিকে ২-০ গোলে হারিয়ে দেয়। অর্থাৎ দুই ম্যাচে পুরো ৬ পয়েন্ট সংগ্রহ করেছে মোহামেডান।