তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাঘাওয়াশ হওয়ার পর যেন মানসিকভাবেই ভেঙে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা! আজ তারা সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি। গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক শহীদ আফ্রিদি জানালেন, পাকিস্তান ওয়ানডের চেয়ে টি-২০তে ভালো দল। দুর্দান্ত লড়াই হবে।
প্রশ্ন: ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর ড্রেসিং রুমের অবস্থা কেমন?
আফ্রিদি : আমাদের ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো। খুবই ইতিবাচক। কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশ অনেক ভালো খেলছে। খুবই ভালো করছে। তারা একটা দল হিসেবে খেলছে। বিশ্বকাপেও তারা ভালো খেলেছে। বাংলাদেশ খুবই ভালো ছন্দে আছে। আমাদের দলে ৩-৪ জন সিনিয়র ক্রিকেটার নেই। অধিকাংশ ক্রিকেটারই তরুণ। অধিনায়কও নতুন। তাই ভালো করতে কিছুটা সময় লাগবে। আমার বিশ্বাস, কয়েক মাস পরে তারা একটা দল হিসেবে খেলবে।
প্রশ্ন : হোয়াইটওয়াশের পর টি-২০র নেতৃত্ব দেওয়াও কি কঠিন হয়ে গেল না?
আফ্রিদি : যা হওয়ার হয়ে গেছে। তবে টি-২০ সম্পূর্ণ নতুন ফরমেট। সোহেল তানভীর, ওমর গুল, সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ ফিরেছে। টি-২০তে আমরা শক্তিশালী দল। আমার আত্দবিশ্বাস আছে, আমরা ভালো করব। টি-২০ খেলতে পেরে আমি খুবই খুশি। তরুণ সঙ্গে খেলাটা দারুণ অভিজ্ঞতার।
প্রশ্ন : টি-২০তে কী ঘুরে দাঁড়াবে পাকিস্তান?
আফ্রিদি : কাজটা মোটেও সহজ নয়। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার চলে যাওয়ায় অস্ট্রেলিয়া দলকেও ধকল পোহাতে হয়েছে। এখন যদি বাংলাদেশ দল থেকেও ২-৩ জন সিনিয়র ক্রিকেটার চলে যায় তাদেরকেও সমস্যায় পড়তে হবে।
প্রশ্ন : সেরা বোলার সাঈদ আজমল ভালো করতে পারছেন না কেন?
আফ্রিদি : বোলিং অ্যাকশন পরিবতর্ন করে তাকে নতুনভাবে শুরু করতে হয়েছে। তাকে সময় দিতে হবে। সে আমাদের সিনিয়র ক্রিকেটার। সে নিজের সক্ষমতা সম্পর্কে ভালোভাবেই জানে। আমার বিশ্বাস, সে আবার ফর্মে ফিরবে। আমি তার ভবিষ্যৎ নিয়ে ভাবি না।
প্রশ্ন : টি-২০তে এর আগে কখনো বাংলাদেশের বিরুদ্ধে হারেনি পাকিস্তান। এই পরিসংখ্যান কী ক্রিকেটারদের আত্দবিশ্বাস বাড়াচ্ছে?
আফ্রিদি : বাংলাদেশ এখন খুবই ভালো খেলছে। তাদের দলটাও চমৎকার। আগামীকাল (আজ) তাই ভালো ফল করতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে।
প্রশ্ন : এই অবস্থায় দলকে অনুপ্রেরণা দেবেন কীভাবে?
আফ্রিদি : আমি সবসময় পাকিস্তান দলকে সহযোগিতা করে আসছি। এ ম্যাচেও আমাকে ভালো করতে হবে। সব ক্রিকেটারকে অনেক ভালো করতে হবে এমন নয়, সবাই যদি একটু একটু করে পারফরম করে তাতেই অনেক। দল জিতে যাবে।
প্রশ্ন : টি-২০ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেটভক্তদের জন্য আপনার বার্তা কি?
আফ্রিদি : অনেক দিন থেকে বাংলাদেশের এই দলের ক্রিকেটাররা একসঙ্গে খেলছে। আমাদের দলে অধিকাংশই তরুণ, ওয়ানডে সিরিজ হারায় আপনারা হয়তো হতাশ। কিন্তু আমাদের বর্তমান এই দলে যেমন সামথ্র্য আপনাদের প্রত্যাশাও সে অনুযায়ী হতে হবে। এটা ওয়াসিম, ওয়াকার, ইনজামামের যুগ নয়। ৬ থেকে ৮ মাস পর এই দলই অনেক ভালো হবে।
প্রশ্ন : সামনে টি-২০ বিশ্বকাপ। তার আগেই কি পাকিস্তান শক্তিশালী দল হবে?
আফ্রিদি : মাত্র এক ম্যাচের জন্য ক্রিকেটাররা একত্রিত হবে। তবে যে কোনো পরিস্থিতি কিংবা যেকোনো ফরমেটের সঙ্গে পেশাদার ক্রিকেটারদের দ্রুত মানিয়ে নিতে হবে। বিশ্বকাপের আগেই আমরা একটা দল হিসেবে গড়ে উঠব। এরমধ্যে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলব।
প্রশ্ন : আপনি জয়ের কথা ভাবছেন?
আফ্রিদি : আমি বলব এই মুহূর্তে ওয়ানডে দলের চেয়ে আমাদের টি-২০ দলটা অনেক ভালো। আগামীদিন (আজ) খুব ভালো একটা ম্যাচ হবে। তার মানে বলছি না যে, ম্যাচে আমরা এক পেশে খেলব, শুধু এটুকু বলব, খুব ভালো ম্যাচ হবে। যদি কোনো মিস না হয় তবে টি-২০তে সবার সমান সুযোগ থাকে।