পাকিস্তানকে ৩-০ তে হোয়াইট করে দলীয় নৈপুন্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুন্যেও এগিয়ে গেছে টাইগাররা। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বোলিংয়ে সেরা ৮ এ অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৬৭৬। এছাড়া টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ২৫ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৮২।
অন্যদিকে, ব্যাটিংয়ে সেরা ১৮ তে উঠে এসেছেন বাংলাদেশের রান-মেশিন খ্যাত মুশফিকুর রহিম। মুশফিকের অর্জন ৬৬৩ রেটিং পয়েন্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে পরপর শতক হাঁকানো আর শেষ ম্যাচে অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল রয়েছেন ৩১ নম্বরে। বাঁহাতি ড্যাশিং এ ওপেনারের অর্জন ৬২১ রেটিং পয়েন্ট।
এছাড়া, বোলিংয়ে আব্দুর রাজ্জাক ৩৯ নম্বরে আরাফাত সানি ৫৩ নম্বরে আর রুবেল হোসেন রয়েছেন ৫৭ নম্বরে। অন্যদিকে, ব্যাটিংয়ে সাকিব ৩৬ নম্বরে, নাসির ৪৮ নম্বরে, আর ৫৬ ও ৫৯ নম্বরে রয়েছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং এনামুল হক বিজয়।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৫/মাহবুব