আরো এক বছর বয়স বেড়ে গেল লিটল মাস্টারের। শুক্রবার ৪২ বছরে পা রাখলেন শচীন রমেশ টেন্ডুলকার। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল সাবেক বোম্বাইয়ে (বর্তমান মুম্বাই) জন্মগ্রহণ করেন এ ক্রিকেট কিংবদন্তি।
১৬ মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। ২০১৩ সালের ১৫ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটকে বিদায় জানান 'ক্রিকেট ঈশ্বর'। কিন্তু তাতেও মাস্টারকে ঘিরে ফ্যানদের উৎসাহ এতটুকু কমেনি। বাইশ গজকে বিদায় জানালেও ক্রিকেটে আচ্ছন্নতা এখনো কমেনি।
২০১৫ বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শচীন। আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। নীতা আম্বানির দলের মেন্টর তিনি। জন্মদিনের পরের দিন শনিবার ঘরের মাঠে সানরাইজার্সে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিতি থাকবে প্রায় ২৮ হাজার শিশু। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের বর্ষপূর্তিতে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনী 'প্লেয়িং ইট মাই ওয়ে'।
ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও মেতেছেন শচীন। আইএসএল-এ কেরলের ফ্র্যাঞ্চাইজির শেয়ার কিনেছেন লিটল মাস্টার। মাঠে উপস্থিত থেকে দলের ফুটবলারদের উৎসাহ দিতেও দেখা গেছে তাকে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৫/ এস আহমেদ