আসন্ন ফ্রেঞ্চ ওপেনের আগে ফের বড় ধরনের ধাক্কা খেলেন বিশ্বের চার নম্বর তারকা খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল। বৃহস্পতিবার বার্সেলোনা ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলে এই স্পেনিশ তারকা খেলোয়াড়কে। তাও আবার ইতালির ফ্যাবিও ফগনিনির কাছে হেরে! ফলে দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে চলতি বছরের শুরুতে টেনিসে ফিরলেও এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি তিনি।
বার্সেলোনা ওপেনের তৃতীয় রাউন্ডে ইতালির ফ্যাবিও ফগনিনির কাছে ৬-৪, ৭-৬ গেমে হারেন নাদাল। ম্যাচ শেষে একে ক্যারিয়ারের অন্যতম বাজে দিন বলে বর্ণনা করেন এই স্পেনিশ তারকা। গত বছরের জুনে ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতার পর এখন পর্যন্ত মাত্র একটি শিরোপা জিতেন নাদাল।
ম্যাচ শেষে নাদাল বলেন, 'এটি আমার জন্য কষ্টের দিন। ফ্রেঞ্চ ওপেনের আগে ঘরের মাঠে দুর্দান্ত কিছু করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তবে আমি ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করবো।'
তবে পরাজয় সত্ত্বেও প্রতিপক্ষ ফ্যাবিও ফগনিনিকে অভিনন্দন জানান নাদাল। তিনি বলেন, 'ফ্যাবিও আমার চেয়ে ভালো খেলেছে এবং জয়টা তার প্রাপ্য ছিল। নিজের সেরা সময়ে ফেরার জন্য আমাকে আরো বেশি কঠোর পরিশ্রম করতে হবে।'
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল ২০১৫/শরীফ