বোলিং অ্যাকশন শুধরিয়ে দীর্ঘদিন পর সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল'র মাধ্যমে ক্রিকেটে ফিরেন ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলার সুনীল নারাইন। অাইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। ক্রিকেটে ফেরার কয়েকদিন পার হতে না হতেই ফের বিতর্কের মুখে পড়লো তার বোলিং। আইপিএলে পুনরায় তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আম্পায়াররা।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারাইন কলকাতা নাইট রাইডার্সের হয়ে পরের ম্যাচগুলোতে খেলতে পারবেন তবে বিসিসিআই ও আইসিসির অন্তর্ভুক্তিতে চেন্নাইতে বোলিং অ্যাকশনের উপর পরীক্ষা দিতে হবে তাকে।
এর আগে গত বছর চ্যাম্পিয়নস লিগে কলকাতার হয়ে ডলফিন্সের বিপক্ষে খেলার সময়ে নারাইনের বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। এরপর দীর্ঘ পরিশ্রম করে অ্যাকশন শুধরিয়ে আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল ২০১৫/শরীফ