পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটে ঝড় তুলেও শেষ পর্যন্ত অাউট হয়ে ফিরে গেলেন ওপেনার তামিম ইকবাল। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই উমর গুলের বোলে ১৪ রানে অাউট হয়ে ফিরে যান তিনি। ১০ বলে ২টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ১৪ রান করেন তিনি। আরেক ওপেনার সৌম্য সরকার কোনো বল মোকাবিলা না করেই দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরে যান। শেষ খবর পর্যন্ত টাইগাররা ৩ ওভার শেষে ২ উইকেটে ২৫ রান করেছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
এর আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে সফরকারী পাকিস্তান। পাকিস্তানের হয়ে ওপেনার মুক্তার আহমেদ ৩৭ রান, ও আহমেদ শেহজাদ ১৭ রান, মোহাম্মদ হাফিজ ২৬ রান, হ্যারিস সোহাইল ৩০ রান ও অধিনায়ক শহীদ আফ্রিদি ১২ রান, মাত্র ১২ রান করেই আউট হয়ে ফিরে গেলেন 'বুম বুম' খ্যাত পাকিস্তানী অধিনায়ক শহীদ আফ্রিদি।
আজকের ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বোলার মোস্তাফিজুর রহমান ২টি উইকেট নিয়েছেন। এছাড়া তাসকিন অাহমেদ ও আরাফাত সানি ১টি করে উইকেট নিয়েছেন। এর আগে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
আজকের ম্যাচে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশের একাদশ হচ্ছে তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেইন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আর পাকিস্তানের একাদশটি হচ্ছেন মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, হ্যারিস সোহাইল, অধিনায়ক শহীদ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, মুক্তার আহমেদ, সোহাইল তানবীর, ওয়াহাব রিয়াজ, ওমর গুল ও সাঈদ আজমল।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল ২০১৫/শরীফ