দক্ষিণ আফ্রিকার জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস। মাঠে দুর্দান্ত ফিল্ডিংয়ের বদৌলতে ক্রিকেট বিশ্বে নিজের নাম ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র অষ্টম আসরে কোচিংয়ে ব্যস্ত আছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন রোডস।
বৃহস্পতিবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। লক্ষণীয় ব্যাপার হলো, রোডস তার মেয়ের নাম রেখেছেন 'ইন্ডিয়া'। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় একথা জানিয়েছেন স্বয়ং রোডস নিজেই।
টু্ইটার বার্তায় তিনি লেখেন, 'বেবি রোডসের জন্য শুভ কামনা। ইন্ডিয়া জেনি রোডস গতকাল [বৃহস্পতিবার] বিকেল ৩.২৯ মিনিটে জন্মগ্রহণ করেছে। মা এবং বাচ্চা দু'জনেই সুস্থ আছে।'
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৫/শরীফ