বাংলাদেশের মিডল-অর্ডারের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। বর্তমানে তার ব্যাট প্রতিপক্ষ বোলাদের এমনভাবে শাসন করে যে তাকে টাইগারদের রান মেশিন বলা হচ্ছে। কিন্তু উইকেটের পেছনে কম যান না মুশফিক। তবে ক্রিকেটের তিন ফরমেটের তুলনায় টি-২০'তে উইকেটের দাঁড়িয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে গতকাল একমাত্র টি-২০তে জয় পেয়েছে মাশরাফি বাহিনী। আর এই ম্যাচেই শহীদ আফ্রিদি ও মুক্তার আহমেদকে ডিসমিসালের ফাঁদে ফেলে টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর নিউজিল্যান্ডের দলপতি ব্রেন্ডন ম্যাককালামকেও ছাড়িয়ে গেলেন মুশফিক। ছাড়িয়ে গেছেন দ. আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, অস্ট্রেলিয়ার ব্রাড হাডিন আর ইংল্যান্ডের কিউইসটারকে।
টি-টোয়েন্টিতে মুশফিক ৩৯ ম্যাচ খেলে ৩৬টি ডিসমিসাল করেছেন। যেখানে ১৫ বার উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ নিয়ে আর ২১ বার স্ট্যাম্পিং। টিম ইন্ডিয়ার দলপতি মুশফিকের সমান ৩৬টি ডিসমিসাল করলেও খেলেছেন ৫০টি ম্যাচ। সেক্ষেত্রে এগিয়ে মুশফিক।
মুশফিকের উপরে রয়েছেন মাত্র তিনজন উইকেটরক্ষক। শীর্ষে রয়েছেন পাকিস্তানের কামরান আকমল। ৫৪ ম্যাচে তার মোট ডিসমিসাল ৬০টি। দ্বিতীয় অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন সংখ্যাটা ৫১ ম্যাচে ৪৭টি। আর মুশফিকের ঠিক উপরেই ৫৬ ম্যাচে ৪৫টি ডিসমিসাল নিয়ে তিন নম্বরে আছেন কুমার সাঙ্গাকারা।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৫/মাহবুব