বাংলাদেশ দলে এখন মধুর সমস্যা! টপ অর্ডার ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলায় সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারও ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছেন না। তাই প্রত্যাশানুযায়ী রেটিং পয়েন্ট বাড়ছে না। কাল খুলনা আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে নিজের পারফরম্যান্স, দলের বর্তমান অবস্থা ও কন্ডিশন নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ওয়ানডে ও টি-২০র পর এবার টার্গেট কি টেস্ট?
আমার মনে হয় না, টেস্টে কোনো লক্ষ্য চিন্তা করে আমাদের খেলা উচিত। ওয়ানডে পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো একটি সিরিজ হবে।
এখন পর্যন্ত টেস্টে পাকিস্তানের ২০ উইকেট নিতে পারিনি...
এটা নির্ভর করে উইকেটের ওপর। অনেক টেস্ট ম্যাচে ১০ উইকেটেরও পতন হয় না। অবশ্য শুধু উইকেট নয়, আমাদের ভালো বোলিংও করতে হবে। বোলাররা যদি উইকেট থেকে সাহায্য নিতে পারেন, তাহলে সুযোগ থাকবে ২০ উইকেট নেওয়ার।
অনেক দিন পর টেস্ট খেলতে নেমে কি মানিয়ে নেওয়া সম্ভব?
আমি বিশ্বাস করি অবশ্যই সম্ভব। কিছু নতুন খেলোয়াড় দলে এসেছেন। যারা ওয়ানডে খেলেছেন, তাদের পক্ষে ভালো করা সম্ভব। ওদের বোলারদের বেশির ভাগকেই খেলেছি। তাই খুব কষ্ট হওয়ার কথা নয়। নতুনদেরও পারফরম্যান্স করার তাড়না থাকবে। সবমিলিয়ে অবশ্যই মানিয়ে নেওয়া সম্ভব।
মাশরাফি ও মুশফিক অধিনায়ক হিসেবে কেমন?
আমরা কখনোই এসব নিয়ে ভাবি না। টেস্ট ভিন্ন ফরম্যাটের। ওয়ানডেও ভিন্ন ঘরানার খেলা। আসলে তুলনা করার কিছু নেই। মাশরাফি, মুশফিক দুজনেই ভালো করছেন। দুজনেই দলে কন্টিবিউশন রাখছে।
দিন দিন বাংলাদেশ টেস্টে ভালো খেলছে। এই পরিবর্তনকে কিভাবে দেখছেন?
যত দিন যাবে, ততই উন্নতি আসবে। এমনটি না হওয়াই অস্বাভাবিক। দিনের সঙ্গে সঙ্গে আমাদেরও উন্নতি হচ্ছে। আমাদের মধ্যে বিশ্বাস জন্মেছে ঘরের মাটিতে যে কোনো দলের সঙ্গে লড়াই করার।
কেমন উইকেট চান?
আমি কেমন উইকেট চাই এটা বড় ব্যাপার নয়। টিম ম্যানেজমেন্ট কেমন উইকেট চায় সেটাই বড় ব্যাপার।
নতুনরা কেমন...
সৌম্য সরকারের শুরুটা ভালো হয়েছে। ও যদি খেলে, বিশ্বাস করি চেষ্টা করবে ভালো খেলার। লিটন দাস ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো খেলছে। এ কারণেই দলে আছে। শহীদ এবার প্রিমিয়ার লিগে আমার সঙ্গে একই দলে খেলছে। শহীদ একজন মেধাবী বোলার। যদিও আমাদের দেশে পেসাররা ততটা সুবিধা পাননা। তারপরও পেসারদের পারফরম্যান্স দেখে শহীদ আরও অনুপ্রাণিত হবে।
সিরিজ শেষে আবারও সাকিবকে শীর্ষে দেখা যাবে?
জানি না। আমার কাছে মনে হয় আমি খারাপ কিছু করিনি। খেলারই তো সুযোগ পাচ্ছি না।