পাকিস্তানের মতো তারকা সমৃদ্ধ বড় ক্রিকেট দল আগে কখনো খুলনায় আসেনি। খেলেনি কোনো ম্যাচ। এ কারণে এবারের খুলনা টেস্ট এখানকার ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি কিছু। তাই ক্রিকেটকে ঘিরে বিভাগীয় শহরটিতে এবার তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। ধারাবাহিক বিজয়ে 'আত্দবিশ্বাসী' টাইগাররা রয়েছেন দারুন ফর্মে। তাদের এই ফর্মের ধারাবাহিকতা বজায় থাকুক এমন প্রত্যাশা নিয়ে গোটা দেশের ক্রিকেট প্রেমীদের দৃষ্টি এখন খুলনা টেস্টের দিকে।
খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে গ্রামীণ আদলে বানানো হয়েছে পরিবেশ-প্রকৃতি। ময়লাপোতা মোড়ে দেওয়া হয়েছে ম্যানগ্রোভ সুন্দরবনের প্রতিচ্ছবি। আলোকসজ্জা করা হয়েছে রয়্যাল মোড় থেকে শিববাড়ি পর্যন্ত। সন্ধ্যার পর থেকেই বদলে যেতে শুরু করে চিরচেনা খুলনার চেহারা। একদিকে হোটেল সিটি ইন অপরদিকে বৈকালি পর্যন্ত দুই দলকে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে নানা ধরনের তোরণ। বাংলাদেশ ও পাকিস্তানের ডান কেক টেস্ট ক্রিকেট সিরিজকে ঘিরে খুলনা পরিণত হয়েছে ক্রিকেটের নগরীতে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামই শুধু নয়, পুরো শহরেই এখন সাজ সাজ রব। সবখানেই পরিচ্ছন্নতার ছোঁয়া। এখন শুধু অপেক্ষা, ২৮ এপ্রিল বল মাঠে গড়ানোর।
তবে খুলনার মাঠে এবারের টেস্ট আয়োজনে গ্যালারির সংস্কার কাজে কিছুটা ধীর গতি চোখে পড়েছে। গতকাল মাঠে যখন পাকিস্তান ও বাংলাদেশ দলের অনুশীলন চলছিল তখনো পূর্ব ও পশ্চিম পাশের গ্যালারিতে চেয়ার পুনঃস্থাপনের কাজ করা হচ্ছিল। গ্যালারি ও রেলিংয়ের কোথাও পড়েনি নতুন রংয়ের প্রলেপ। তবে আজকালের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন আয়োজকরা। খুলনা ভেন্যু ম্যানেজার কাজী আ. সাত্তার কচি জানিয়েছেন, মাঠে এখন চলছে শেষ সময়ের 'ফিনিশিং টাচ'। বিসিবি পরিচালক শেখ সোহেল বলেন, কিছুটা ভুল-ত্রুটি হয়েছে ঠিক। তবে খেলা শুরুর আগেই সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে।