ইতালিয়ান সিরিএ লিগে শক্তিশালী রোমাকে হারিয়ে পয়েন্ট তালিকার উপরের দিকে উঠে এলো ইন্টার মিলান। শনিবার রোমাকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার। দলের পক্ষে হ্যারন্যানস ও ইকার্ডি গোল করেছেন। এ জয়ে ৩২ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে উঠে এসেছে তারা। তবে আগামী মৌসুমে ইউরোপীয়ান ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে হলে ইন্টার মিলানকে অন্তত পয়েন্ট তালিকার পঞ্চমে উঠতে হবে। ৩১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে স্যাম্পডোরিয়া পাঁচ নম্বরে এবং ৪৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ফিওরেন্টিনা। সেরা পাঁচে পৌঁছতে হলে ইন্টার মিলানকে সামনের ম্যাচগুলোও জিততে হবে। এদিকে ইতালিয়ান সিরি এ লিগে পরাজিত হয়েছে এসি মিলান। শনিবার তারা ২-১ গোলে হেরেছে অডিনেসের কাছে। পাজ্জিনির গোল এসি মিলানকে বাঁচাতে পারেনি। এ পরাজয়ে এসি মিলান ১০ নম্বরেই পরে রইল। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট।