দিন কয় আগে ক্রিকেট মাঠে আঘাত পেয়ে মারা যান অঙ্কিত কেশরী। মারা যান মাঠে সতীর্থ ক্রিকেটারের সঙ্গে ক্যাচ ধরতে গিয়ে আঘাত পেয়ে। অঙ্কিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পশ্চিম বাংলার ক্রিকেটাঙ্গনে। এই তরুণ ক্রিকেটারের মৃত্যুতে মানসিকভাবে আঘাত পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এই ভারতীয় ক্রিকেট লিজেন্ড পাশে দাঁড়াচ্ছেন অঙ্কিতের পরিবারের। সাবেক ক্রিকেটার হিসেবে তিনি যে পেনশন পান ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে, তার একটি অংশ অঙ্কিতের পরিবারের হাতে তুলে দিতে মনস্থ করেছেন। বিসিসিআই থেকে তিনি বার্ষিক ৪ লাখ ২০ হাজার রুপি পান। শুধু অঙ্কিতের পরিবারকেই টাকা দিতে চাইছেন না, তিনি তার পেনশনের সব অর্থ পশ্চিম বাংলার আহত ক্রিকেটারদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটার গাঙ্গুলীর মহানুভবতার পরিচয় পেল ক্রিকেটপ্রেমীরা।