জাভিয়ের ফার্নান্দেজের জোড়া গোলেই স্পেনিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ৪-২ ব্যবধানে জয় পেয়েছে সেল্টা ডি ভিগোর বিপক্ষে। অথচ দীর্ঘদিন দলের বাইরে ছিলেন জাভিয়ের। তাই দলে ফেরার সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন মেক্সিকান এই ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে ৮ ম্যাচে ৬ গোল করেছেন মেক্সিকোর ফরোয়ার্ড ফার্নান্দেজ। করিম বেনজেমা-গেরেথ বেলের ইনজুরির জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডাক পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়ালে খেলতে আসা ফার্নান্দেজের। ওই ম্যাচে তার একমাত্র গোলের সৌজন্যে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট কেটেছে।
লা লিগাতেও ছন্দ ধরে রেখেছেন ফার্নান্দেজ। কোনো ব্যত্যয় ঘটেনি তার পারফর্মে। প্রতিপক্ষের জালে দু'বার বল পাঠিয়েছেন তিনি। খেলার ২৪ ও ৬৯ মিনিটে গোল দুটি করেন। এ ছাড়া একটি করে গোল করেছেন ক্রুস ও জেমস রদ্রিগেজ। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৯। আর শীর্ষে আছেন বার্সেলোনা। তাদের পয়েন্ট ৮১।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ