স্পেনিশ পাবলো আনডুজারকে হারিয়ে বার্সেলোনা ওপেন শিরোপা ধরে রেখেছেন জাপানি তারকা খেলোয়াড় কেই নিশিকোরি। রবিবার অনুষ্ঠিত ফাইনালে পাবলোকে সরাসরি সেটে ৬-৪, ৬-৪ গেমে হারান ২৫ বছর বয়সী জাপানি এই তারকা। এ জয়ের মধ্য দিয়ে নয়টি এপিটি ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জিতলেন তিনি। খবর বিবিসির
বার্সেলোনা ওপেন টুর্নামেন্টটি এখন পর্যন্ত তার সেরা টুর্নামেন্টগুলোর একটি বলে জানিয়েছেন নিশিকোরি। তাই এবারও বার্সেলোনা ওপেন জিতে বেশ উচ্ছ্বসিত তিনি। আগামী বছরও টুর্নামেন্টটিতে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ২০১৫/শরীফ