নিজের ফাঁদা জালেই পা রাখতে যাচ্ছেন বিতর্কিত ভারতীয় ক্রিকেট প্রশাসক ও আইসিসির চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সদস্যদের বিরুদ্ধেই গুপ্তচরবৃত্তি করেছেন বলে শ্রীনিবাসনের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছে। লন্ডন থেকে গুপ্তচর ভাড়া করে বিসিসিআই [ভারতীয় ক্রিকেট বোর্ড] সদস্যদের ওপর তিনি নজরদারী চালিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
গুপ্তচরবৃত্তির জন্য শ্রীনিবাসন ওই ব্রিটিশ চরদেরকে কোটি কোটি টাকা দিয়েছেন বলে জানা গেছে। গুপ্তচরবৃত্তির জন্য শ্রীনির বিরুদ্ধে বোর্ড কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে শোনা যাচ্ছে। লন্ডনের একটি বেসরকারি গুপ্তচর প্রতিষ্ঠানকে এই কোটি কোটি টাকা দিয়েছেন তিনি। এর বিনিময়ে ওই গুপ্তচরের দল বোর্ড সদস্যদের মোবাইল ফোনে আড়ি পেতেছে এবং ই-মেল ট্র্যাকিং করেছে।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ২০১৫/শরীফ