ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। এছাড়া ইংলিশ ফুটবলের তরুণ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেন। রবিবার লন্ডনের একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন বেলজিয়ামের ফুটবলার হ্যাজার্ড। যার পুরস্কার হিসেবেই ইংল্যান্ডের প্রফেসনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশনের (পিএফএ) দেওয়া এই পুরস্কার পেলেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দ্বারপ্রান্তে হ্যাজার্ডের দল চেলসি। এই মৌসুমে ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপাও ঘরে তুলেছে চেলসি। দলের এই সাফল্যে দারুণ ভুমিকা রেখেছেন হ্যাজার্ড। মৌসুমে চেলসির হয়ে পুরো মাঝ মাঠ দাপিয়ে বেড়ানোর পরও ৪৮ ম্যাচে ১৮টি গুরুত্বপূর্ণ গোল করেছেন এই মিডফিল্ডার।
সঙ্গে অন্যকে দিয়ে গোল করিয়ে নেওয়ার দুর্দান্ত ধারাবাহিকতা তো ছিলই।
অন্যদিকে, টটেনহ্যামের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে ইংলিশ ফুটবলের বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন ২১ বছর বয়সি স্ট্রাইকার হ্যারি কেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এ মৌসুমে ৩০ ম্যাচে ২০টি গোল করেছেন তিনি। আর সব ধরনের প্রতিযোগিতা মিলে দলের হয়ে এ মৌসুমে ৪৭ ম্যাচ খেলে গোল করেছেন ৩০টি।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৫/ এস আহমেদ