বিশ্বকাপ ক্রিকেট পুরো পাল্টে দিয়েছে বাংলাদেশকে। ব্যাপক পরিবর্তন এসেছে মানসিকতায়। আত্মবিশ্বাসী হয়েছে আগের চেয়ে অনেক। এই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে ওয়ানডে সিরিজে এবং নাকাল করেছে টি-২০ ম্যাচে। টানা চার ম্যাচ জেতার আত্মবিশ্বাসী টনিক নিয়ে আজ খুলনায় খেলতে নামছে প্রথম টেস্ট। আজ অভিষেক হতে পারে তিন তরুণ সৌম্য সরকার, লিটন কুমার দাস ও মোহাম্মদ শহীদের। তিন তরুণের মধ্যে আবার জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে একমাত্র সৌম্যর। লিটন টি-২০ স্কোয়াডে থাকলেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন শহীদ।
ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দায়িত্ব নেওয়ার পর থেকেই সাহস করে তরুণদের দলভুক্ত করছেন। এতে সাফল্যও পাচ্ছেন। তাতে আরও বেশি উৎসাহী হয়ে এবার তিন তরুণকে প্রথম টেস্ট স্কোয়াডে নিয়েছেন। অবশ্য তিন তরুণ ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে নিজেদের অবস্থান শক্ত করেছেন। প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে ১০২৪ রান করে লিটন বেশ অনেকদিন ধরেই কড়া নাড়ছিলেন জাতীয় দলে খেলার। সৌম্য বিশ্বকাপে ভালো খেলার পর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন। নির্বাচক প্যানেল তাই আস্থা রাখেন এই বাঁ হাতি ব্যাটসম্যানের উপর। শহীদ গত কয়েক মৌসুম ধরে গতির ঝড় তুলে প্রস্তুত করেছেন নিজেকে। নির্বাচক প্যানেল এবার তিনজনকেই দলে নেন। তাদের দলভুক্তিকে স্বাগত জানিয়েছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহেও। কোচ মনে করেন, তিনজন যোগ্যতা বলেই জায়গা করে নিয়েছেন দলে। তিনজনকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক ফারুক বলেন, 'সৌম্য এর মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপের মতো বড় আসরে খেলে অনেক আত্মবিশ্বাসী। আমি মনে করি সে সুযোগ পেলে প্রমাণ করতে পারবেন নিজেকে। ঘরোয়া ক্রিকেটে যোগ্যতার স্বাক্ষর রাখাতে শহীদকে দলে সুযোগ দেওয়া হয়েছে। সে দীর্ঘ স্পেলে বোলিং করতে পারেন। সে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরমার।'
জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হয়েছিল দুই তরুণ তাইজুল ইসলাম ও জুবায়ের রহমান লিখনের। দুজনেই পারফরম্যান্স করে নজর কাড়েন। এবার জায়গা হচ্ছে তিন তরুণের। ফলে পাকিস্তানের বিপক্ষে একদল তরুণ ক্রিকেটারকে নিয়েই টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু টেস্ট খেলছেন না। টেস্ট অধিনায়ক মুশফিক। সহ অধিনায়ক তামিম ইকবাল। মাশরাফি না থাকায় শহীদের অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। খুলনা টেস্টে তামিমের সঙ্গে ওপেন করার সম্ভাবনা রয়েছে লিটন দাসের। তবে ইমরুল কায়েশ খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। ওয়ান ডাউনে সৌম্য সরকার। এরপর মুশফিক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ, তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেনের খেলার সম্ভাবনা রয়েছে।