কার্লো আনসেলত্তি মৌসুমের শেষ মিনিট পর্যন্ত শিরোপার জন্য লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে আনসেলত্তির দল। গোল ব্যবধানেও খানিকটা পিছিয়ে লস ব্ল্যাঙ্কোসরা (রিয়াল +৬৯, বার্সা +৭২)। তবে দুই দলের মধ্যে কঠিনতম ম্যাচ রয়েছে বার্সেলোনার সামনে। অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লুইস এনরিকের শিষ্যরা। ওই ম্যাচে বার্সেলোনা হারলেই রিয়াল মাদ্রিদের সামনে খুলে যাবে লিগ শিরোপা জয়ের দরোজা। তবে শর্ত হলো, রিয়াল মাদ্রিদের হাতে থাকা সবগুলো ম্যাচই জিততে হবে। ওই শর্তটাই পূরণ করতে চান কার্লো আনসেলত্তি। রবিবার সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারানোর পর এমন দৃঢ় ঘোষণাই দিয়েছেন এ ইতালিয়ান কোচ।
রবিবারের লড়াইটা লস ব্ল্যাঙ্কোসদের জন্য মোটেও সহজ ছিল না। ৯ মিনিটে সাবেক বার্সা তারকা নলিতোর গোলে এগিয়ে গিয়েছিল সেল্টা ভিগো। তবে হার্নান্দেজের ডাবল রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দেয়। গোল করেন টনি ক্রুজ এবং রদ্রিগেজও। সেল্টা ভিগোর পক্ষে দ্বিতীয় গোলটা করেন সান্তি মিনা। এ জয়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান সমানই রাখল। ৩৩ ম্যাচে লস ব্ল্যাঙ্কোসরা ৭৯ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৮১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সামনে ভ্যালেন্সিয়া এবং সেভিয়ার মতো কঠিন দলের সঙ্গে লড়াই করতে হবে রিয়াল মাদ্রিদকে। তবে এসব কঠিন বাধা দূর করেই সামনে এগিয়ে যেতে চান আনসেলত্তি। এদিকে রবিবার লা লিগায় জয় পেয়েছে সেভিয়াও। তারা ২-০ গোলে হারিয়েছে রেয়ো ভলকানোকে। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে সেভিয়া লা লিগায় চার নম্বরে অবস্থান করছে।