ক্রিকেটার এবং সমর্থকদের মতো কোচ চন্ডিকা হাতুরাসিংহের মনেও রয়েছে জয়ের আত্দবিশ্বাস। তিনি মনে করেন, এখন বাংলাদেশ যেভাবে খেলছে যে কোনো দলকে হারানো সামর্থ্র্য আছে।
আজকের ম্যাচে অভিষেক হতে পারে লিটন কুমার দাস, সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের। সেই দলে দেখা যেতে পারে ইমরুল কায়েস ও শুভাগত হোমকেও। সব মিলে টি-২০ ও ওয়ানডে দলের সঙ্গে টেস্ট দলের পার্থক্য অনেক। কিন্তু তার পরেও এই দল নিয়ে ভীষণ খুশি কোচ হাতুরা। তিনি বলেন, 'আমি দল নির্বাচন নিয়ে খুশি। গত টেস্টে ইমরুল সেঞ্চুরি করেছিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ে গুরুত্বর্পূণ ভূমিকা রেখেছিলেন শুভাগত। দলে থাকাটা ওদের প্রাপ্য। নিজেদের সামর্থ্যের জন্যই নতুন তিনজন দলে এসেছেন।'
পাকিস্তানের বিরুদ্ধে অতীতে সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ। কিন্তু এবার ওয়ানডে ও টি-২০তে সফরকারীদের দাঁড়াতেই দেয়নি মাশরাফির দল। হাতুরা বলেন, 'এই ধরনের পরিসংখ্যান আমাদের আত্দবিশ্বাস বাড়িয়ে দেবে। আর অতীত ভেবে লাভ নেই। কাল (আজ) আমরা কীভাবে শুরু করি সেটাই আসল। তবে আমি মনে করি, তিন বিভাগে ভালো করতে পারলে যেকোনো দলকে হারানোর সামর্থ্র্য রয়েছে বাংলাদেশের।'
বাংলাদেশ ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। কিন্তু টেস্টে অধিনায়ক মুশফিকুর রহিম। দুই অধিনায়কের মধ্যে তুলনা করতে বললে, কোচ বলেন, 'ওয়ানডে ও টি-২০তে দারুণ নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। টেস্টে মুশফিক খুবই ভালো। আমি মনে করি, দুই অধিনায়কই ভালো।'